Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Susmita Sen: পাপারিজ্জদের ছবির পোজ দিতে গিয়ে ধপাস করে পড়ছিলেন সুস্মিতা! রইলো ভিডিও

Updated :  Tuesday, October 19, 2021 9:42 AM

২৭ বছর আগে সকলকে হারিয়ে তিনি হয়েছিলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ সুন্দরী। হ্যাঁ আমি বঙ্গ তনয়া সুস্মিতা সেনের কথা বলছি। তারপর কেটে গিয়েছে অনেকগুলি বছর। জীবনেও অনেক বদল এসেছে। জীবনে নানান চড়াই উৎরাইয়ের মধ্যে যেতে হয়েছে। বেশ কয়েকবার প্রেমেও পড়েছেন আবার বিচ্ছেদও হয়েছে অভিনেত্রীর। প্রথাগত ছক ভেঙে নিজের শর্তে বাঁচতে ভালোবাসেন তিনি।

শুধুমাত্র গ্ল্যামার জগত নয়, অভিনয়ের জোরেও বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন এই বঙ্গ তনয়া। সলমন খান, শাহরুখ খানের মতো বড় তারকার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন অভিনেত্রী। মাঝে অভিনয় থেকে বিরতি নিলেও কিছুদিন আগে আবার ডিজনি প্লাস হটস্টারের ‘আরিয়া’ সিরিজে নাম ভূমিকায় অভিনয় করে ওয়েব দুনিয়ায় ডেবিউ করেছেন। ক্রাইম ড্রামার ওপর এই ওয়েব সিরিজ ‘আরিয়া’ আন্তর্জাতিত এমি অ্যাওয়ার্ডস ২০২১-এ মনোনয়ন পেয়েছে। সুস্মিতার ইনস্টাগ্রামে ছবির নমিনেশনের খবর অনুরাগীদের জানিয়েছেন তিনি। এই ওয়েবসিরিজ এত জনপ্রিয় হওয়ার দ্বিতীয় সিরিজে ও সুস্মিতা সেনকে দেখা যাবে।

২৬ বছর বয়সেই অবিবাহিত অবস্থায় প্রথম সন্তানের মা হয়েছেন। ২০০০ সালে প্রথমে দত্তক নিয়েছেন বড় মেয়ে রেনেকে। তারপর ২০১০ সালে দত্তক নেন ছোট মেয়ে আলিশাকে। দুই মেয়ের সিঙ্গেক মা তিনি। সব কিছুর মধ্যে আগলে রেখে বড় করেছেন দুই মেয়েকে। সেখানেও তিনি স্বতন্ত্র। তাঁর জীবনে ভালোবাসার মানুষের পরিবর্তন ঘটেছে। তবে জীবনের প্রথম ভালোবাসা বদলায়নি। একা হাতে দুই মেয়েকে নিজের হাতে মানুষ করে চলেছেন প্রাক্তন মিস ইউনিভার্স।

Susmita Sen: পাপারিজ্জদের ছবির পোজ দিতে গিয়ে ধপাস করে পড়ছিলেন সুস্মিতা! রইলো ভিডিও

সম্প্রতি অভিনেত্রী এক জুয়েলারি শপে গিয়েছিলেন সুস্মিতা। পাপারাৎজিদের সামনে অভিনেত্রী ধরা পড়েন। এই দিন অভিনেত্রী ধূসর রঙের ছড়ানো গাউন পরিহিত। এই পোশাকের সঙ্গে সাম্যুঞ্জস্য রেখে লম্বা হিল পরেছেন তিনি। খোলা চুলে মোহময়ী লুকে ধরা দিয়েছেন তিনি।

এই দিন সাংবাদিকদের জন্য ছবির পোজ দিতে গিয়ে আচমকা পড়ে যাচ্ছিলেন অভিনেত্রী। আর সেই ভিডিও সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। যদিও পুরোপুরি পড়ে যাওয়ার আগেই নিজেকে সামলে নেন অভিনেত্রী। ভিডিয়োতে দেখা যাচ্ছে, অভিনেত্রী যখন ব্যালেন্স হারিয়ে পড়ে যাওয়ার সময় তাঁকে বলতে শোনা যায়, ‘বাপ রে! এক্ষুণি পড়ে যেতাম।’ এরপরই অভিনেত্রীকে সিঁড়ির কয়েক ধাপ উপরে উঠে নিজেকে সামলে নিয়ে পাপারাৎজিদের জন্য পোজ দেন। তুমুল ভাইরাল হয় এই ভিডিও।