Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Swastika Dutta: নবমীর সন্ধ্যেতে হাতে ধুনুচি নিয়ে অসাধারণ নাচ নাচলেন অভিনেত্রী স্বস্তিকা! রইলো ভিডিও

Updated :  Thursday, October 14, 2021 10:26 PM

টেলিপাড়ার এখন জনপ্রিয় জুটির মধ্যে অন্যতম হল স্বস্তিকা দত্ত ও শোভন গাঙ্গুলী। যখন টলিপাড়া জুড়ে ভাঙনের চিত্র দেখা দিয়েছে সেখানে বছরের প্রথম বসন্তেই নিজের প্রেমে পড়ার কথা সকলের সামনেই মনের কথা স্বীকার করেছিলেন টেলিপাড়ার রসোগোল্লা। বছরের প্রথমেই গায়ক শোভন গাঙ্গুলিকে মন দেওয়ার কথা জানিয়ে দিয়েছেন। শোভনের ভালোবাসা দিয়ে এবছরের বসন্তের শুরু হয় অভিনেত্রীর। টলিউডের গায়ক-অভিনেত্রী জুটি এখন চুটিয়ে খুল্লামখুল্লাম প্রেম করছেন।

দুষ্টু মিষ্টি প্রেম কাহিনি দিয়ে সকলের মন জয় করে নিয়েছে এই দুজন। সোশ‍্যাল মিডিয়ার মারফত তাঁদের প্রেমের কথা জানতে এখন আর বাকি নেই কারোর। সোশ‍্যাল মিডিয়ায় দুজনের খুনসুটি দারুন উপভোগ করেন নেটবাসীরাও। এবারের পুজোটা দুজনেই একসাথে উপভোগ করলেন। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, সপ্তমীর সকাল অব্দি কাজে ব্যস্ত ছিলেন দুজনে। তবে সপ্তমীর বিকেল থেকে একসাথে সময় কাটাচ্ছেন এই যুগল।
সপ্তমীর সন্ধ্যেতে জুটিতেই গিয়েছিলেন এক বন্ধুর বাড়ির পুজোয়। বন্ধুরা মিলে জমিয়ে আড্ডাও দিয়েছিলেন।

অষ্টমীতে যুগলে পৌছে গিয়েছিলেন রূপটান শিল্পী অভিজিৎ চন্দের বাড়িতে। সেখানেও পুজো হয় বেশ জাঁকজমক ভাবে। সঙ্গে ছিলেন মডেল-অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায়। স্বস্তিকা এদিন পশ্চিমি পোশাক সাদা টপ, জিনসের সঙ্গে চুলে উঁচু করে খোঁপায় সাজ সম্পন্ন করেন। আর শোভন ও পাশ্চাত্য পোশাকেই সেজেছিলেন। আর নবমীর দিন ‘কী করে বলব তোমায়’ ধারাবাহিকের কার্যনির্বাহী প্রযোজকের বাড়ির পুজোয় গিয়েছিলেন দু’জনে। এদিন লাল পাড়, সাদা শাড়িতে সুন্দর করে সেজেছিলেন স্বস্তিকা।

তবে নবমী শেষ হতেই দশমীর দিন শহর ছাড়বেন। পুজো শেষ হতেই পাঁচটি দিন নিজেদের মতো করে ক দার্জিলিংয়ের কাছে ছোট্ট গ্রাম সিডিতে কাটাবেন। তবে দশমীতে শহর ছাড়ার আগেই চুটিয়ে ধুনুচি নাচ নাচলেন স্বস্তিকা। সাদা শাড়ির আচল কোমরে গুজে হাতে ধুনুচি নিয়ে মা দুর্গার সামনে নাচলেন অভিনেত্রী। ক্যপশানে লিখলেন, “আমার কাছে ধুনুচি মানে অবশ্যই ধুনুচি নাচের প্রতিযোগিতা “। অভিনেত্রীর এই অসাধারণ নাচ দেখে অনুগামীরা ভালোবাসা জানিয়েছেন। নিমেষে ভাইরাল হয় এই ধুনুচি নাচের ভিডিও।