Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

পুজোতে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন ‘কৃষ্ণকলি’, মুহূর্তে ভাইরাল ভিডিও

Updated :  Thursday, October 22, 2020 4:15 PM

ইদানিং ‘কৃষ্ণকলি’ তিয়াসা রায় প্রায়ই তাঁর নিত্যনতুন ছবি পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। কখনো মা দুর্গার সাজে সেজে,কখনো লাল ব্লেজারে। এবার তিনি ডার্ক ব্লু স্টোন শাড়িতে ছবি পোস্ট করলেন। সেই ছবিতে তিয়াসার চোখে স্মাজ করা কাজল, হেয়ারস্টাইল সামান্য ওয়েভি। তিয়াসার এই সিডাকটিভ আবেদন সম্পন্ন ছবিটি নেটিজেনদের বেশ পছন্দ হয়েছে। তবে এই ছবিটি সম্ভবত তাঁর আপকামিং কোনো প্রজেক্টের ছবি। কারণ তিয়াসা তাঁর ছবির নিচে ‘কামিং সুন’ ক্যাপশন দিয়েছেন। তিয়াসা তাঁর অনুরাগীদের শারদ শুভেচ্ছা জানিয়েছেন।

জি বাংলায় সম্প্রচারিত জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘কৃষ্ণকলি’ তে তিয়াসা ডবল রোলে অভিনয় করছেন,শ্যামা ও আম্রপালীর চরিত্রে। শ্যামার গায়ের রং কালো হলেও সে খুব ভালো গান গায়। শ্যামার সঙ্গে বিয়ে হয় নিখিলের। সিরিয়ালের মাঝে শ্যামার অনুপস্থিতিতে আম্রপালীর সাথে নিখিলের বিয়ে হয়। শ্যামা ফিরে আসার পর আম্রপালী চলে যেতে চায়। কিন্তু শ্যামা কৃতজ্ঞতাবশতঃ আম্রপালীকেএই বাড়িতে থাকতে বলে। কিন্তু আম্রপালী শ্যামার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। কিন্তু সিরিয়ালের এই ধরনের চিত্রনাট্য সমাজের প্রতি ভুল বার্তা বহন করছে বলে অনেকের ধারণা। তাই নেটিজেনরা এখন এই সিরিয়ালের মহাসমাপ্তি পর্ব দেখতে চান। এই ধরনের চিত্রনাট্যের কারণে ‘কৃষ্ণকলি’-র টিআরপিও কমে গেছে।

‘কৃষ্ণকলি’ তিয়াসা রায় কিছুদিনআগেই তাঁর স্বামী সুবানের সাথে পালন করলেন নিজেদের বিবাহবার্ষিকী। বিবাহবার্ষিকীর থিম রং ছিল নীল। সেই মতো নীল রঙের কেক আনা হয়েছিল। নীল রং-এর শাড়িতে সেজেছিলেন তিয়াসা, খোঁপায় দিয়েছিলেন নীল রঙের ফুল। তার সাথে মানানসই গয়না পরেছিলেন তিনি। তাঁর স্বামী সুবানের পরনে ছিল নীল রঙের পাঞ্জাবি। বিবাহবার্ষিকীর দিন তিয়াসা ও সুবান আরেকবার নতুন করে মালাবদল সারলেন। এরপর কেক কেটে হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিয়ে ছবি তোলেন দুজনে। তিয়াসা সোশ্যাল মিডিয়ায় নিজেই তাঁদের বিবাহবার্ষিকীর ছবি শেয়ার করেছেন।