সম্প্রতি অভিনেত্রী তিথি বসু ইন্সটাগ্রামে কালো রঙের জাম্প সুটে নিজের ছবি পোস্ট করলেন। দর্শকদের প্রিয় টিনএজ অভিনেত্রীর ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ছবি পোস্ট করে তিথি ক্যাপশন দিয়েছেন যে,ইলিউশন কখনো পরিবর্তন হয় না, বরং কখনো তা সত্যি হয়ে যায়। তিথির এই ক্যাপশন দেওয়ার কারণ রয়েছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowকিছুদিন আগে তিথি কালো শর্টস ও লাল স্লিভলেস টপে বেশ কিছু ছবি শেয়ার করেছিলেন। সেই সময় নেটিজেনদের একাংশ তাঁকে ট্রোল করেন। তাঁরা বলেন যে,তিথির নিষ্পাপ সৌন্দর্য হারিয়ে গেছে।
প্রকৃতপক্ষে তিথি স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘মা’-তে ঝিলিকের ভূমিকায় অভিনয় করেছিলেন। সেই সময় তিনি ছিলেন শিশুশিল্পী। তাঁর সেই ছবি ধরা রয়েছে দর্শকদের মনের মণিকোঠায়। কিন্তু এখন তিথি টিনএজার। কিন্তু নেটিজেনরা এখনও তাঁর সেই চেহারা মনে রেখেছেন। ফলে তিথিকে এই ধরনের পোশাকে মেনে নিতে নেটিজেনদের একটু সময় লাগবে।