Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মা দুর্গার রূপে ধরা দিলেন অভিনেত্রী তৃণা সাহা

Updated :  Tuesday, October 20, 2020 9:41 PM

বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার চতুর্থীর দিনে মা দুর্গার রূপে তৃণা সাহা ছবি শেয়ার করলেন ইন্সটাগ্রামে। মা দুর্গার রূপের এই কনসেপ্টটি তৈরী করেছেন শুভম চক্রবর্তী। তৃণার মেকআপও তিনিই করেছেন। এই শুটিং-এর কস্টিউম ডিজাইন করেছেন তন্ময় বিশ্বাস। কনসেপ্টটির ফটোগ্রাফি করেছেন ফটোগ্রাফার সৌরভ। চতুর্থীর দিন থেকেই পুজোর সেলিব্রেশন শুরু করে দিলেন তৃণা। তৃণাকে মা দুর্গার রূপে অপূর্ব সুন্দরী লাগছে। এই ছবিতে তাঁর মাথায় মুকুট, পরনে লাল বেনারসি,মাথায় লাল রঙের সিঁদুর,কপালে সিঁদুরের টিপ,হাতে ত্রিশূল। তাঁর চারপাশে পঞ্চপ্রদীপের আলো ও কাশের বন। তৃণা সবাইকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়েছেন। মা দুর্গার রূপে তৃণাকে পছন্দ হয়েছে নেটিজেনদের। তৃণার দুর্গারূপিনী ছবিগুলি সাইবার দুনিয়ায় ভাইরাল হয়েছে। সম্প্রতি ‘দুগ্গা এলো’ মিউজিক ভিডিওয় মনামী ঘোষ,সন্দীপ্তা সেন,প্রিয়াঙ্কা সরকারের মত অভিনেত্রীদের সঙ্গে তৃণা সাহাও অভিনয় করেছেন। এই ভিডিওয় তাঁকে দেখা গেছে এক ফুলওয়ালির মাথায় ঝুড়ি তুলতে সাহায্য করতে। এই মিউজিক ভিডিওটি যথেষ্ট জনপ্রিয় হয়েছে।

কিছুদিন আগেই তৃণা নববধূর সাজে সেজে ভাইরাল হয়েছেন। তিনি নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছিলেন যেখানে তাঁকে নববধূর বেশে দেখা গিয়েছিল। নেটিজেনরা তাঁকে এই বেশে দেখে প্রথমে চমকে গেলেও পরে তৃণা নিজেই ব্যাপারটি খোলসা করেন। তৃণা বলেন যে,স্টার জলসা চ্যানেলের জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘খড়কুটো’র দৃশ্য এটি। ‘খড়কুটো’ সিরিয়ালে তৃণা অভিনীত চরিত্র গুনগুনের বিয়ের দৃশ্য শুট করা হয়েছে। এটি সেই দৃশ্যের একটি অংশ।

প্রসঙ্গত,বহুদিন ধরেই সম্পর্কে রয়েছেন অভিনেতা নীল ভট্টাচার্য ও অভিনেত্রী তৃণা সাহা। সম্প্রতি দুইজনে একসাথে ফটোশুট করেছেন। তাঁদের এই ফটোগুলি প্রশংসনীয় হয়েছে। এছাড়া তাঁরা দুজনে বলিউড ফিল্ম ‘ঝুম বরাবর ঝুম’-এর জনপ্রিয় গান ‘ফলক তক’-এর সাথে একটি ডান্স ভিডিও শুট করেন। নীল এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়। নীল এই মুহূর্তে জি বাংলায় সম্প্রচারিত ধারাবাহিক ‘কৃষ্ণকলি’তে মুখ্য চরিত্র শ্যামার স্বামী নিখিলের ভূমিকায় অভিনয় করছেন।