Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Urvashi Rautela: প্রাক্তন প্রেমিক ঋষভ পন্থকে প্যান্ট বলে কটাক্ষ উর্বশীর, ভাইরাল টুইট

প্রাক্তন প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে কটাক্ষপূর্ণ আলোচনা এবং স্বাভাবিক ঝগড়াঝাঁটি সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত স্বাভাবিক বিষয়। আর এই ঝগড়াঝাটি যদি হয় কোন সেলিব্রেটির জীবনে তাহলে তো আর কোন কথাই নেই। সেলিব্রিটির…

Avatar

প্রাক্তন প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে কটাক্ষপূর্ণ আলোচনা এবং স্বাভাবিক ঝগড়াঝাঁটি সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত স্বাভাবিক বিষয়। আর এই ঝগড়াঝাটি যদি হয় কোন সেলিব্রেটির জীবনে তাহলে তো আর কোন কথাই নেই। সেলিব্রিটির জীবনের এরকম ধরনের কিসসা কাহিনী শুনে আমোদ পাননা এরকম মানুষ কার্যত নেই বললেই চলে। আর এবারে সম্প্রতি নিজের প্রাক্তন তথা ভারতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়াড় ঋষভ পন্থকে এরকমভাবে কটাক্ষ ছুড়ে দিলেন বলি তারকা ঊর্বশী রাউতেলা। একজন ট্রোলারকে পাল্টা জবাব দেবার সময় ঊর্বশী ঋষভের পদবী পন্থ এর পরিবর্তে প্যান্ট বলে সম্বোধন করেন, যা শুনে হাসির রোল উঠেছে নেট দুনিয়ায়।

ঊর্বশী রাউতেলার সঙ্গে ঋষভ পন্থ এর প্রেম সম্পর্ক বহুচর্চিত। অনেকদিন ধরেই তাদের দুজনের মধ্যে প্রেমের গুঞ্জন দানা বাঁধতে শুরু করেছিল ক্রিকেট এবং বলিউড দুই জগতের মধ্যে। ২০১৯ সালে প্রথমবারের জন্য সেই গুঞ্জন মাথাচাড়া দিয়ে উঠলেও খুব একটা বেশি দিন সেই প্রেমের চর্চা টেকেনি। শোনা যায় বছর ঘুরতে না ঘুরতেই উর্বশীর ফোন কল এবং হোয়াটসঅ্যাপ নম্বর ব্লক করে দিয়েছিলেন ঋষভ। ২০২০ সালের জানুয়ারি মাসে অভিনেত্রীর একজন মুখপাত্র আনুষ্ঠানিকভাবে জানান, ‘এটা দুজনের ব্যক্তিগত সিদ্ধান্ত। তাই এটা নিয়ে বেশি বিতর্ক করা উচিত নয়।’

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

যদিও তার পরেও উর্বশী এবং ঋষভ এর এই সম্পর্ক নিয়ে একাধিক জায়গায় কথাবার্তা হয়েছে। আর এবারে এই কটাক্ষ করলেন স্বয়ং ঊর্বশী রাউতেলা। টুইটারে এক ব্যক্তি খোঁচা মেরে উর্বশীর প্রসঙ্গে প্রশ্ন রাখলেন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচে পন্থ যে সেঞ্চুরি হাঁকিয়েছেন, তা তিনি কি দেখেছেন?’ এই প্রশ্নটিই চোখে পড়ার সঙ্গে সঙ্গেই পাল্টা জবাব দিলেন ঊর্বশী রাউতেলা। তিনি টুইটারে পাল্টা লিখলেন, ‘ ওহ প্যান্ট তো? তা তো দেখেছি, সবাই পরে যে। আর ১০০ এর কথা বলছ? হ্যা প্যান্টের মধ্যেই তো আকছার ১০০ টাকার নোট পেয়ে থাকি আমি।’

ঊর্বশী রাউতেলার এই কমেন্ট ঝড়ের মত ভাইরাল হতে শুরু করেছে সারা সোশ্যাল মিডিয়া জুড়ে। নেট দুনিয়ায় শুরু হয়েছে ট্রোলিং, শুরু হয়েছে বিতর্ক। আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে ঋষভ এবং উর্বশীর প্রেমের গুঞ্জন। প্রসঙ্গত উল্লেখ্য, ঊর্বশী এবং ঋষভ এর প্রেমের গুঞ্জন যখন চলছিল ঠিক তখনই বান্ধবী ইসা নেগীর সঙ্গে একটি ছবি পোস্ট করে নিজের মনের মানুষের সঙ্গে সকলের পরিচয় করেন পন্থ। তারপর থেকেই, তার অফিশিয়াল ঘোষণা, যা ভেঙে দেয় উর্বশীর সঙ্গে প্রেমের গুঞ্জন। প্রকাশ্যে নিজেদের সম্পর্ক নিয়ে খুব একটা বেশি কথা বলতে চাননি কেউই। কিন্তু তবুও তাদের দুজনের মধ্যে যে সম্পর্ক ছিল, তা তাদের গুঞ্জন পরবর্তী বাদানুবাদ দেখে স্পষ্টই ইঙ্গিত করা যায়।

About Author