Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Rimli: অভিনয় করতে করতেই বাস্তবে প্রেম, রিমলি-উদয়ের! রীতিমতো হাবুডুবু খাচ্ছেন ইধিকা-জন!

Updated :  Thursday, October 7, 2021 11:43 AM

বাংলা বিনোদন জগতের অন্যতম অঙ্গ হল ধারাবাহিক।। তাই বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই সমস্ত কাজ সেরে টিভির রিমোর্ট নিয়ে সবাই মিলে বসে পড়েন টিভির সামনে। পছন্দের তারকাদের টিভির পর্দায় না দেখা অবধি গোটা দিনটাই অসম্পূর্ণ থেকে যায় দর্শকদের । সকলের পছন্দের এমনই একটি মেগা ধারাবাহিক ছিল জি বাংলার ‘রিমলি’। অনেকেই মনে করেন ধারাবাহিক মানেই সাংসারিক কূট-কচালি আর শ্বাশুড়ি বৌমার ষড়যন্ত্র। কিন্তু জি বাংলার এই ধারাবাহিক এসবের থেকে একদম আলাদা।

তবে কয়েক দিন আগেই শেষ হয়েছে জি বাংলার ধারাবাহিক ‘রিমলি’ । টিআরপি তালিকায় ভালো ফলাফল না করতে পারায় প্রতিযোগিতার ভিড় থেকে নাম কাটা পড়েছে রিমলির। কিন্তু ধারাবাহিক তাড়াতাড়ি শেষ হয়ে গেলেও এই ধারাবাহিক বহু সিরিয়াল প্রেমীর পছন্দ ছিল৷ বিশেষ করে উদয় রিমলির জুটি। ধারাবাহিক শেষ হতেই নাকি আসল কাজটা হয়ে গিয়েছে। কি ভাবছেন তো? উদয় আর রিমলি এবার বাস্তবে প্রেম করছে।

ধারাবাহিকে তো না প্রেমে পড়ে বিয়েটাও সেরে ফেলেছিলেন দুজনে। তবে দিন যত গেছে কাছাকাছি এসেছে । এখানে কথা হচ্ছে অফস্ক্রিন জুটি জন ভট্টাচার্য এবং ইধিকা পালের কথা। যারা পর্দায়উদয় আর রিমলির চরিত্রে বেশ হিট ছিল। এবার দিদি নাম্বার ওয়ানে আসতেই এদের প্রেমের কথা জানা গেল। টলিপাড়ায় নতুন গুঞ্জন রিয়েল লাইফেও নাকি একে অপরকে মন দিয়ে বসেছেন জন ইধিকা।

সম্প্রতি জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নাম্বার ওয়ান’এ এসেছিলেন এই জুটি। রিমলি ধারাবাহিকের তিন অভিনেতা অভিনেত্রী রিমলি, উদয় এবং পরম এসেছিলেন খেলতে। সেখানেই সঞ্চালিকা রচনা বন্দ‍্যোপাধ‍্যায় চেপে ধরেন জন আর ইধিকাকে। এরপরেই দিদির চাপে ফাঁস হয়ে গেল দুজনের ভাললাগার কথা। দুজনের কথা না বললে এদের প্রেমের কথা বলেছেন পরম চরিত্রাভিনেতা ইন্দ্রনীল মল্লিক। তাঁর বক্তব‍্য, “যা রটে তার কিছুটা তো বটে”।

Rimli: অভিনয় করতে করতেই বাস্তবে প্রেম, রিমলি-উদয়ের! রীতিমতো হাবুডুবু খাচ্ছেন ইধিকা-জন!

এমনকি ইন্দ্রনীলের গানের তাল মিলিয়ে জনকে নিয়ে নাচতে দেখা যায় ইধিকাকে। এদিন জনের মা তো স্পষ্ট জানিয়েই দিয়েছেন, হবু বৌমা হিসেবে ইধিকাকে খুবই পছন্দ তাঁর। এ বিষয়ে ‘রিমলি’র প্রযোজক স্নিগ্ধা বসুর কী মত? এক সংবাদ মাধ‍্যমে প্রযোজকের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ইধিকা প্রেম করছেন এটুকু খবর তাঁর কাছে রয়েছে। তবে প্রেমিকটি কি জন কিনা তা জানা যায়নি। তবে তিনি এও বলেছেন, কোনো বিষয়ের প্রতি যদি একটু বেশি করে দর্শকদের নজর টানা হয় তবে বুঝতে হবে আসলে বিষয়টি অন‍্য। এরা সত্যি প্রেম করছে কিনা তা ভবিষ্যতে বলবে।