KGF সুপারস্টার যশের স্ত্রী রাধিকার আসল পরিচয় জানেন? তিনিও একজন সুপারস্টার

দক্ষিণ ভারতীয় সিনেমা জগতে কেজিএফ একটি অত্যন্ত জনপ্রিয় সিনেমা সিরিজ এবং এই সিরিজে যিনি অভিনয় করছেন অর্থাৎ অভিনেতা যশ তিনিও কিন্তু কম জনপ্রিয় নন। সুপারস্টার যশের স্ত্রী রাধিকা পন্ডিতও কিন্তু…

Avatar

দক্ষিণ ভারতীয় সিনেমা জগতে কেজিএফ একটি অত্যন্ত জনপ্রিয় সিনেমা সিরিজ এবং এই সিরিজে যিনি অভিনয় করছেন অর্থাৎ অভিনেতা যশ তিনিও কিন্তু কম জনপ্রিয় নন। সুপারস্টার যশের স্ত্রী রাধিকা পন্ডিতও কিন্তু দক্ষিণী ইন্ডাস্ট্রিতে অত্যন্ত জনপ্রিয় একজন মুখ। বলিউড ছবিতে দেখে খুব একটা দেখা না গেলেও, তিনি দক্ষিণী বেশকিছু সিনেমায় দুর্দান্ত অভিনয় করে সকলের মন জয় করেছেন। কিন্তু তার আসল পরিচয় কিংবা তিনি কীভাবে এই জায়গায় পৌছলেন সেটার ব্যাপারে খুব কম লোকই জানেন। চলুন জেনে নেওয়া যাক কিভাবে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন এবং কিভাবে জনপ্রিয়তা পেলেন রাধিকা পন্ডিত।

KGF সুপারস্টার যশের স্ত্রী রাধিকার আসল পরিচয় জানেন? তিনিও একজন সুপারস্টার

মূলত কন্নড় ভাষার সিনেমায় রাধিকা পন্ডিতের অভিনয় রীতিমতো নজরকাড়া। ৭ মার্চ ১৯৮৪ সালে তার জন্ম হয়েছিল। তার জন্ম হয়েছিল গোয়ায় এবং তার পিতা কৃষ্ণা পন্ডিত একজন সারস্বত ছিলেন। রাধিকার পিতা প্রথম থেকেই সিনেমা এবং থিয়েটারের একজন জনপ্রিয় মুখ ছিলেন। তাই রাধিকার প্রথম অভিনয় শেখা তার বাবার থেকেই। ব্যাঙ্গালোরের ক্লুনি কনভেন্ট হাই স্কুল থেকে স্কুলের পড়াশোনা শেষ করে মাউন্ট কার্মেল কলেজ থেকে বি.কম গ্রাজুয়েট হয়েছেন রাধিকা। তারপরে তিনি ব্যাঙ্গালোরের একটি কলেজ থেকে এমবিএ করেন। তবে প্রথম থেকেই তিনি একজন শিক্ষিকা হতে চেয়ে ছিলেন।

KGF সুপারস্টার যশের স্ত্রী রাধিকার আসল পরিচয় জানেন? তিনিও একজন সুপারস্টার

তবে, ২০০৭ সালে তিনি যখন নিজের গ্রাজুয়েশনের একেবারে শেষ বছরে রয়েছেন তখন তার একজন বন্ধু একটি কন্নড় টিভি শোয়ের জনতাকে অডিশন দিতে বলেন। ওই শোয়ের নাম ছিল নন্দগোকুল এবং সেখানে কোন অডিশন না দিয়েই রাধিকা সিলেক্ট হয়ে গিয়েছিলেন। তবে তারপরে ধীরে ধীরে অভিনয়কে ভালবাসতে শুরু করেন রাধিকা। এরপর সুমঙ্গলি নামের একটি শোয়ে কাজ করলেন রাধিকা পন্ডিত। এর পরেই সকলে তার নাম জানতে শুরু করলো। স্থানীয় ম্যাগাজিন এবং পত্রিকায় প্রতিদিন তার ছবি বেরোতে শুরু করলো।

KGF সুপারস্টার যশের স্ত্রী রাধিকার আসল পরিচয় জানেন? তিনিও একজন সুপারস্টার

এইভাবে তিনি একদিন পড়ে গেলেন দক্ষিণী সিনেমার পরিচালক শশাঙ্কের নজরে। সেই সময় পরিচালক শশাংক এইটিন্থ ক্রস এবং মোগিনা মানাসু এই দুটি ছবির জন্য অভিনেত্রী নির্বাচন করছিলেন। রাধিকাকে দেখে তারা এতটাই পছন্দ হয় যে তিনি এই দুটি ছবির জন্যই রাধিকাকে সাইন করে নেন। মোগীনা মানাসু ছবিতে রাধিকার অভিনয় বেশ প্রশংসিত হয় এবং এর জন্য তিনি কর্ণাটক স্টেট ফিলম আওয়ার্ড ফর বেস্ট অ্যাক্ট্রেস এবং ফিলমফেয়ার অ্যাওয়ার্ড পর্যন্ত পেয়েছিলেন। তবে শুধুমাত্র অভিনয় নয়, তিনি কিন্তু খুব সুন্দর গানও গাইতে পারেন। দক্ষিণ ভারতের বেশকিছু সিনেমায় তিনি নিজের গলায় গান পর্যন্ত গেয়েছেন। হঠাৎ বোঝাই যাচ্ছে তিনি কতটা প্রতিভাধারী। তবে ২০০৭ সালেই প্রথম ধারাবাহিকে কাজ করার সময় রাধিকার সঙ্গে পরিচয় হয় কেজিএফ সুপারস্টার যশের। এরপরে মগিনা মানাসু ছবিতে তারা একসাথে কাজ করেন। এরপর থেকেই একাধিক সিনেমায় তারা দুজনে একসাথে অভিনয় করতে শুরু করেন। সেই সময় শোনা গিয়েছিল তারা দুজন দুজনকে ডেট করছেন। তবে তারা নিজেদের সম্পর্ককে একেবারে প্রাইভেট রেখেছিলেন।

২০১৬ সালে সকলকে একেবারে চমকে দিয়ে যশ এবং রাধিকা এনগেজমেন্ট সেরে ফেলেন। ব্যাঙ্গালোরে নিজের পরিবারের মানুষদের উপস্থিতিতে তারা দুজনে বিয়ে করেন। সেটা ছিল ডিসেম্বর মাস। ২০১৮ সালে তাদের দুজনের মেয়ের জন্ম হয়। ২০১৯ সালে তাদের দুজনের জীবনে আসে তাদের ছেলে। তবে যশের সঙ্গে বিয়ে করার পর সিনেমা জগৎ থেকে কিছুটা দূরে চলে গিয়েছেন রাধিকা। ব্যক্তিগত জীবন এবং সংসারকে গুরুত্ব দেওয়ার জন্য ফিল্মি দুনিয়া থেকে কিছুটা বিরতি নিয়েছিলেন তিনি। ২০১৯ সালে তাকে শেষবার সিনেমায় দেখা গেছে। বিয়ের পরে রাধিকা Yasho Margo ফাউন্ডেশনের অংশ হয়েছেন। কৃষক এবং শ্রমিকদের পাশে দাঁড়ানোর জন্য যশ এবং রাধিকা সব সময় কিছু না কিছু করেন।

About Author