Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

“কুয়োর ব্যাঙের মানসিকতা থেকে বেরিয়ে আসুন”, রাহুলের ব্যাপারে মন্তব্য নিয়ে ওবামাকে বিঁধলেন অধীর

Updated :  Sunday, November 15, 2020 1:00 PM

রাহুলের বিরুদ্ধে বাজে মন্তব্য করার আগে তার সঙ্গে কথা বলুন। এদিন বারাক ওবামাকে এই ভাষাতেই কটাক্ষ করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। টুইট করে তিনি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে কটাক্ষ ছুড়ে দেন। তিনি ওবামা কে পরামর্শ দিয়েছেন, যেনো রাহুলের ব্যক্তিত্বের ব্যাপারে কথা বলার আগে তিনি রাহুলের সঙ্গে কথা বলেন।

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী লিখেছেন, রাহুল গান্ধীর ব্যক্তিত্ব না বুঝে তার নামে কোনো বেফাঁস মন্তব্য করা বারাক ওবামার ঠিক হয়নি। তার মতো একজন মানুষের কাছ থেকে এরকম মন্তব্য আশা করা যায়নি। তিনি আগে খতিয়ে দেখতে পারতেন, যার বিরুদ্ধে এই মন্তব্য তিনি করেছেন, তার ব্যক্তিত্ব কি।

অধীর বলেছেন, আমাদের নেতা সম্পর্কে এরকম মন্তব্য করার আগে তার দুবার ভাবা উচিত ছিল। নাহলে আপনাকে অজ্ঞাত বিশ্বে বাস করতে হবে। আপনি কৃত্রিম আলোয় বাস করবেননা। আগে সবার ব্যাপারে জেনে নিন। কুয়োর ব্যাঙের সঙ্গেও তিনি তাকে তুলনা করেন। তিনি পরামর্শ দিয়েছেন তাকে কুয়োর ব্যাঙের মানসিকতা থেকে বেরিয়ে আসার। নিজের বই ‘ প্রমিসড ল্যান্ড ‘ – এ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট এই মন্তব্য করেন। এখানে তিনি রাহুল ছাড়াও সোনিয়া, মনমোহন এবং ভ্লাদিমির পুতিনের কথাও উল্লেখ করেন।

প্রসঙ্গত, রাহুলকে ওবামা ক্লাসের এমন এক ছাত্রের সঙ্গে তুলনা করেছেন, যে নিজের পড়াশোনা করে এসছে, কিন্তু তার মধ্যে বিষয়টি রপ্ত করার দক্ষতা কিংবা প্যাশনের অনেক অভাব আছে। তিনি এছাড়াও রাহুলকে নার্ভাস এবং একজন অপরিণত ব্যক্তি বলেও মনে করেন।