Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

প্রদেশ কংগ্রেস সভাপতির পদ ফিরে পেলেন অধীর রঞ্জন চৌধুরী

Updated :  Thursday, September 10, 2020 10:29 AM

কলকাতা: প্রদেশ কংগ্রেস সভাপতির পদ ফিরে পেলেন অধীর রঞ্জন চৌধুরী। গত দু’বছর আগে এই সেপ্টেম্বর মাসেই হঠাৎ অধীর রঞ্জন চৌধুরীকে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে সরিয়ে সোমেন মিত্রকে পরে বসিয়েছিল এআইসিসি। সোমেন মিত্রকে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ দেওয়ার কারণ কী, তা নিয়ে এখনও রাজনৈতিক মহলে রহস্য রয়ে গিয়েছে, তা বলাই যায়। তবে সোমেন মিত্রর মৃত্যুর পর এই পদটি খালি থাকে। কে এই পথে বসবে, তা নিয়ে যখন রাজনৈতিক জল্পনা চলছিল, তখন হঠাৎ বুধবার রাতে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর নির্দেশে এআইসিসি-র সাধারণ সম্পাদক কে সি বেনুগোপাল অধীর রঞ্জন চৌধুরীর নাম সভাপতি হিসেবে এক বিজ্ঞপ্তিতে জারি করেন।

অধীর রঞ্জন চৌধুরী সভাপতি হওয়া নিয়ে বর্তমানে রাজনৈতিক মহলে উদ্বেগ প্রকাশ হয়েছে। কারণ, গত জুলাই মাসে সোমেন মিত্র মারা যাওয়ার পরেও বিগত এক মাস পর কেন এই সিদ্ধান্ত নেওয়া হল টা নিয়ে রাজনীতির অন্তরে রহস্য দেখা দিয়েছে। এমনকি অধীর রঞ্জন চৌধুরীকেই যখন প্রদেশ কংগ্রেস সভাপতি করা হবে, তখন কেন এতদিন সময় নেওয়া হল, এই প্রশ্নও কংগ্রেস নেতাদের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে।

জানা গিয়েছে আজ, বৃহস্পতিবার বিধানভবনে গিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি প্রদেশ কংগ্রেস সভাপতির পদ গ্রহণ করবেন। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমি দলের যোদ্ধা। দলের শীর্ষ নেতৃত্ব, দলের সদস্য এবং দলের অন্যান্য নেতারা আমার ওপর যে আস্থা রেখেছেন, তার সম্মান অবশ্যই আমি রক্ষা করব।’