Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

চরম জায়গায় পৌঁছেছে বিতর্ক! এবার অমিত কুমারকে একহাত নিলেন সঞ্চালক আদিত্য নারায়ন

Updated :  Thursday, May 13, 2021 9:36 PM

ইন্ডিয়ান আইডল সিজন ১২-র কিশোর কুমার স্পেশাল এপিসোড নিয়ে বিতর্ক চলছেই। সেই শোয়ে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কিশোর কুমারের পুত্র অমিত কুমার। সেই সময় তিনি প্রতিযোগী এবং সকলের গানের অত্যন্ত প্রশংসা করলেও পরবর্তীকালে তিনি জানান যে সেই সমস্ত গান তার নিজের ভাল লাগেনি। তার পাশাপাশি কিশোর কুমারের গান গেয়ে হিমেশ রেশমিয়া, এবং নেহা কক্কারের মত বড় গায়ক-গায়িকারা অনেক সমালোচনার মুখে পড়েছেন বর্তমানে।

এই পরিস্থিতিতে এবারে অমিত কুমারের বক্তব্যের জেরে তাকে এক হাত নিলেন ইন্ডিয়ান আইডলের সঞ্ছালক আদিত্য নারায়ন। আদিত্য নারায়ন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বললেন, “আমি অমিত কুমার জি কে সম্মান করে বলছি, দু’ঘণ্টার মধ্যে একজন কিংবদন্তিকে শ্রদ্ধা জানানো কোনোভাবেই সম্ভব নয়। অত্যন্ত অল্প রিহার্সালের সুযোগ পেয়েছি আমরা। আমরা অত্যন্ত কম সদস্য নিয়ে দমনে শ্যুট করছি বর্তমানে। এই পরিস্থিতিতে আমরা ভালো শো উপহার দেওয়ার চেষ্টা করছি।”

তারপর তিনি অমিত কুমারকে এক হাত নিয়ে বললেন, আমরা সপ্তাহের পর সপ্তাহ নতুন এপিসোড দেখাচ্ছি যেখানে অন্য চ্যানেল পুরনো কনটেন্ট দেখাচ্ছে। ইন্ডিয়ান আইডল মঞ্চে অমিত কুমার নিজের যে স্মৃতি শেয়ার করেছেন তা নিয়ে আদিত্য অত্যন্ত কৃতজ্ঞ। কিন্তু তার অভিযোগ যদি অমিত কুমার নিজের অপছন্দের কথা শুটিং চলাকালীন জানাতে পারতেন তাহলে অন্তত তারা আর একটু ভালো করার চেষ্টা করত।

যদিও এই প্রশ্নটিই এর আগেই অমিত কুমারকে করা হয়েছিল। তিনি তার উত্তরে বলেছিলেন, “সবারই তো পয়সা দরকার। আমার যা দাবি ছিল সেই মত পয়সা ওরা আমাকে দিয়েছে। তবে আমি তো শো বন্ধ করতে পারিনা। তবে একসময় মনে হচ্ছিল এপিসোডটি বন্ধ করে দেওয়া প্রয়োজন।” অমিত কুমারের পাশে দাঁড়িয়ে ইতিমধ্যেই এই শো নিয়ে তার মন্তব্য জানিয়ে আরো বিতর্ক উস্কে দিয়েছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে।