Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

অদ্রিজার আঁচলে মন হারাল ক্রুশলের, হিন্দি গানে জমিয়ে নাচ দুজনের, রইল ভিডিও

Updated :  Saturday, December 4, 2021 7:28 AM

টেলি দুনিয়ার দুই পরিচিত মুখ হলেন অদ্রিজা রায় ও ক্রুশল আহুজা। বর্তমানে দুজনে নিজের অভিনয়ের কেরিয়ার নিয়ে বেশ ভালোই ব্যস্ত। ক্রুশল এই মুহূর্তে জি টিভির ‘রিশতো কা মাঞ্জা’ আর অদ্রিজা ‘মৌ এর বাড়ি’ ধারাবাহিক নিয়ে বেশ ভালোই ব্যস্ত। তবে হাজার ব্যস্ত থাকলেও এই জুটি নিজেদের সময় দিচ্ছেন। মাঝে দুজনের ব্রেক আপের গুঞ্জন উঠেছিল। তবে এই বছর কালীপুজোতে অন্ধকার দূর করে একসঙ্গে ভালোবাসার রঙ ছড়াতে দেখা গিয়েছিল দুজনকে। টানা চার মাস দূরে থাকার পরে ফের একসঙ্গে দেখা মিলেছিল দুজনের।

যদিও ক্রুশল-অদ্রিজা নিজেদের প্রেম সম্পর্কে শিলমোহর কোনওদিনই দেননি। কিন্তু তাঁদের প্রেমটা টেলিপাড়ার বরাবর ওপেন সিক্রেটই রেখেছিল। মাঝে বিচ্ছেদের কালোমেঘ একে অপরকে ঘিরে ধরেছিল এই জুটিকে, তবে এখন এই জুটিকে ফের একসাথে দেখে অনুরাগীরাও স্বস্তি পেয়েছেন। শুধু কি দীপাবলী এবার ক্রুশলের পারিবারিক অনুষ্ঠানে সশরীরে সামিল হয়েছেন অভিনেতার লেডি লাভ অদ্রিজা। ক্রুশের দিদির বিয়ের সংগীত আর হলদির অনুষ্ঠানে সুন্দর করে সেজে হাজির হয়েছিলেন অদ্রিজা।

শুধু কী উপস্থিত হওয়া? রীতিমতো সংগীত আর হলদির আসর জমিয়ে দিলেন কালার্স বাংলা চ্যানেলের ‘মৌ-এর বাড়ি’ ধারাবাহিকের মৌ।আর প্রেমিকের বাড়ির অনুষ্ঠানে আনন্দ করছেন তা অভিনেত্রীর মুখ চোখে স্পষ্ট। তবে কোনওরকম রাখঢাকও নয়, বিয়ের অনুষ্ঠানের নানান মুহূর্ত নিজেই সোশ্যাল মিডিয়ার দেওয়ালে অনুগামীদের সাথে ভাগ করে নিয়েছেন অদ্রিজা। ক্রুশলের দিদির সঙ্গীত অনুষ্ঠামে অদ্রিজা বেছে নিয়েছেন গাঢ় কমলা রঙা ইন্দো-ওয়েস্টার্ন পোশাক। লেহেঙ্গার উপর যে চোলি তিনি পড়েছেন তার অনেকটা সরু ফিতের শর্ট গাউন ধাঁচ দিয়ে বানানো। অন্যদিকে কালো বন্ধগলা স্যুট আর গাঢ় নীল ব্লেজারে ধরা দিলেন হ্যান্ডসাম ক্রুশল।

আর হলদির দিন ও কম নন।হলুদ পোশাকে সেজে উঠতে দেখা গেছে টেলি তারকা জুটিকে। এদিন অদ্রিজা হলুদ লেহেঙ্গা আর সুন্দর কানের দুল আর খোলা চুল। আর ক্রুশল হলুদ কুর্তা আর সাদা পাজামা আর চোখে কালো চশমা পড়ে জুটিতে জনপ্রিয় হিন্দি গান ‘সাড়ি কে ফল সা…’-র সঙ্গে জমিয়ে নাচলেন । ইতিমধ্যে দুজনের নাচ দরুণ হিট হয় সোশ্যাল মিডিয়াতে। নিমেষে ভাইরাল হয়ে যায় এই পোস্ট। এই তারকা জুটির ভালোবাসা দেখে অনেকেই মুগ্ধ হয়ে যান।