Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

অদ্রিজার শাড়ি ফ্যাশন, ডিজাইনার ব্লাউজে মাত করলেন নেট দুনিয়া

Updated :  Wednesday, December 16, 2020 1:07 PM

ইদানিং অভিনেত্রী অদ্রিজা রায় ইন্সটাগ্রামে শাড়ি নিয়ে ফ্যাশনেবল ফটো পোস্ট করা শুরু করেছেন। সম্প্রতি তিনি একটি ফটো পোস্ট করেছেন স্পোর্টস টপ ব্লাউজ ও কালো শাড়িতে। ব্লাউজটির নীল-হলুদ পাইপিং ব্লাউজটিকে যথেষ্ট আকর্ষণীয় করে তুলেছে। অদ্রিজা এই ফটোটি ইন্সটাগ্রামে পোস্ট করতেই তা তুমুল ভাইরাল হয়েছে। নেটিজেনরা অদ্রিজার শাড়ি ফ্যাশনের প্রশংসা করেছেন।

কিছুদিন আগে অদ্রিজা রায়ের আরও একটি ফটোশুট সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছে। এই ফটোশুটটি বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত-এর অনুকরণে করেছেন অদ্রিজা। তবে ফটোশুটে হেয়ারস্টাইলে নিজস্বতা বজায় রেখেছেন তিনি। ফটোগুলিতে অদ্রিজার পরনে ছিল কালো শাড়ি ও স্লিভলেস কালো ব্লাউজ। প্রায় একই রকম সাজে 2018 সালে কান ফিল্ম ফেস্টিভ্যালে ভাইরাল হয়েছিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণাওয়াত। তবে তাঁর শাড়িটি ছিল ফ্যাশন ডিজাইনার সব্যসাচীর ডিজাইন করা সিকুইন বসানো শাড়ি। কঙ্গনা এই পোশাকের সঙ্গে রেট্রো স্টাইলের অনুকরণে হেয়ার ডিজাইন করেছিলেন। অদ্রিজা সেই রেট্রো স্টাইলকে একটু রদবদল করে বুফো খোঁপা ট্রাই করেছেন। ওয়াইনের গ্লাসকে শুটিং প্রপ হিসাবে ব্যবহার করেছেন।

অভিনেত্রী অদ্রিজা রায়ের বয়ফ্রেন্ড নিয়ে বহুদিন ধরেই নেটিজেনদের মনের মধ্যে কৌতূহল ছিল। এবার সেই কৌতূহলের নিরসন করে অদ্রিজা তাঁর বয়ফ্রেন্ডের সঙ্গে দিওয়ালি পালনের ছবি পোস্ট করেছিলেন। নেটিজেনরা অবাক অদ্রিজা বয়ফ্রেন্ডকে দেখে। তিনি আর কেউ নন, তাঁদের প্রিয় কর্ণ অর্থাৎ ‘কি করে বলবো তোমায়’ সিরিয়ালের নায়ক কর্ণের ভূমিকায় অভিনয় করা ক্রুশল আহুজা। অদ্রিজা ক্রুশল ও তাঁর ছবি শেয়ার করতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। এই বছর ক্রুশল ও অদ্রিজা একসাথে দিওয়ালি সেলিব্রেশন করেছেন। এমনকি দুজনে একে অপরের সাথে মানানসই করে পোশাক পরেছিলেন। ক্রুশল পরেছিলেন কালো-গোল্ডেন পাঞ্জাবি এবং অদ্রিজা পরেছিলেন কালো-গোল্ডেন শাড়ি। তবে প্রকাশ্য প্রেমে এখনও সিলমোহর দেননি ক্রুশল ও অদ্রিজা।

জনপ্রিয় সিরিয়াল ‘পটলকুমার গানওয়ালা’র মাধ্যমে অভিনয় কেরিয়ার শুরু করেন অদ্রিজা। রাজ চক্রবর্তী পরিচালিত ফিল্ম ‘পরিণীতা’য় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দেন অদ্রিজা। কিছু দিন আগে ওটিটি প্ল‍্যাটফর্ম হইচই-এর ওয়েব সিরিজ ‘বন্য প্রেমের গল্প-2’-তে অভিনয় করেছেন অদ্রিজা।