অফবিটভাইরাল & ভিডিও

দীর্ঘ ১৩ বছর পরে খাঁচা থেকে বেরিয়ে সিংহটি ঠিক যা করলো, দেখুন এই ভাইরাল ভিডিও

Advertisement

শ্রেয়া চ্যাটার্জি : বনে যে পশুটির গর্জনে চারিদিক এ থরহরি কম্প শুরু হয়ে যায়, প্রত্যেকটা পদক্ষেপ মানুষের হৃদয়ের কম্পন কে বাড়িয়ে তোলে, যার ভয়ে মানুষ ভীত, সন্ত্রস্ত হয়ে পড়ে, সেই বনের রাজার একটি অসহায় ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। যা দেখলে সত্যিই আপনার চোখে জল আসবে। এতদিন সিংহটিকে আটকে রাখা হয়েছিল সার্কাসের জন্য খাঁচার মধ্যে। ১৩ বছর পর এই প্রথম সিংহটিকে খাঁচা থেকে বার করার পরে সে মনের আনন্দে মাঠে খেলে বেড়াচ্ছে এবং ১৩ বছর পর এসে প্রথম খুঁজে পেয়েছে সে তার মুক্তি।

জন্ম থেকেই সিংহটি শিখেছে শুধু মানুষকে আনন্দ দিতে, তার খেলাতে মানুষ আনন্দ পেয়ে হাততালিও দিয়েছে। কিন্তু মুক্তির আনন্দ সে পাইনি। আই. এফ. এস অফিসার সুশান্ত নন্দ প্রথম এই ছবিটি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এবং তিনি ভিডিওটি সম্পর্কে বলেন সিংহটি ১৩ বছর পরে প্রথম মাটি এবং ঘাসের উপর স্পর্শ করছে। সে এমনভাবে ঘাসের উপরে ঘুরে বেড়াচ্ছে যেন মনে হচ্ছে তার বয়স অনেকটা ছোট, একটা ছোট্ট সিংহ ছানা। মুক্তির আনন্দে সিংহটির বয়স এক ধাক্কায় অনেকটা কমে গেছে।

পরাধীনতার বেড়াজালে কেই বা থাকতে চায় বলুন? মানুষ থেকে বনের পশু সকলেই চায় স্বাধীনভাবে ঘুরে বেড়াতে। জীবিকার তাগিদে পশুগুলোকে খেলা দেখানোর জন্য নিয়ে আসা হয় বটে কিন্তু তাদের জায়গা কি সত্যি খাঁচার ভেতরে? কিন্তু এটাও ঠিক এরা খেলা দেখা না দেখালে সার্কাসের মতো এই ধরনের বিনোদনের ক্ষেত্রগুলি প্রায় বন্ধ হয়ে যাবে।

Related Articles

Back to top button