Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

৭২ ঘণ্টার অপেক্ষা, তারপরেই রাজ্য জুড়ে জাঁকিয়ে পড়বে শীত

Updated :  Tuesday, December 15, 2020 12:07 PM

কলকাতা: হেমন্তের হিমেল হাওয়ার পাশাপাশি প্রথম দিকে শীতের আমেজ উপভোগ করছিল রাজ্যবাসী। কিন্তু যত সময় পেরিয়েছে তত শীত বাবাজি আসি আসি করেও আসেনি। তারপর ঘন কুয়াশার দাপট কার্যত উত্তরে হাওয়াকে বাধাপ্রাপ্ত করেছে। বর্তমানে কুয়াশা অনেকটা কেটে গেলেও এখনও সম্পূর্ণ কুয়াশার থেকে মুক্তি মেলেনি। রোদের দেখা মিলেছে বটে, কিন্তু উত্তরে হাওয়ার দাপট এখনও নেই। জাঁকিয়ে শীত এখনো অধরা রাজ্যে। তবে বড়দিনের আগে সুখবর পেতে চলেছে রাজ্যবাসী। তার জন্য দাঁতে দাঁত চেপে আর ৭২ ঘন্টার লড়াই। শুক্রবার পর্যন্ত। সপ্তাহান্তেই রাজ্যজুড়ে জাঁকিয়ে শীতের সম্ভাবনা।

জানা গিয়েছে, শনি ও রবিবারে কলকাতায় পারদ নামতে পারে ১৪ ডিগ্রির কাছাকাছি। জেলায় কোথাও কোথাও ১০ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা।  এরপর বড়দিনের প্রাক্কালে তাপমাত্রা শহরেও ১০ ডিগ্রি নামতে পারে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে। সুতরাং, যে শীতের জন্য এতদিন রাজ্যবাসী অপেক্ষা করছিল, সেই অপেক্ষার অবসান এবার ঘটতে চলেছে।

আজ, মঙ্গলবার কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ১৫ ডিগ্রি থেকে ১৮ ডিগ্রির কাছাকাছি। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সামান্য থাকবে বলে হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে।