Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

টানা ৯ দিন ইন্টারনেট বন্ধ থাকার পর, অবশেষে ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক হল অসমে

Updated :  Friday, December 20, 2019 11:32 AM

টানা ৯ দিন ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকার পর অবশেষে ইন্টারনেট পরিষেবা ঠিক হলো অসমে। সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন শুরু হওয়ার দিন থেকেই আইন শৃঙ্খলার দোহাই দিয়ে অসমে ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল। গতকাল গুয়াহাটি হাইকোর্টের নির্দেশে আজ সকাল ৯ টা থেকে ইন্টারনেট পরিষেবা সচল হলো সমগ্র অসম জুড়ে।

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে গত ১১ই ডিসেম্বর থেকে প্রতিবাদ, বিক্ষোভ শুরু হয় অসম জুড়ে। আইন শৃঙ্খলার অবনতি হতে পারে ভেবে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল অসম জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেন। টেলিকম অপারেটর এয়ারটেলের এক প্রবীণ কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, শুক্রবার সকাল ৯ টা থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘ব্ল্যাকআউট চালিয়ে যাওয়ার নতুন কোনও আদেশ না পেয়ে আমরা সকাল ৯ টা থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছি।’

আরও পড়ুন : উত্তুরে হাওয়ার দাপটে কাঁপবে কোলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গ

শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন, ‘আমি অসমের ভূমিপুত্রদের আশ্বস্ত করছি তাদের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। আমাদের ভাষা বা আমাদের পরিচয় সুরক্ষিতই থাকবে।’ প্রসঙ্গত, ১১ ডিসেম্বর থেকে শুরু হওয়া বিক্ষোভের জেরেই অসমে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছিল, যা পরবর্তীতে আরও বাড়ানো হয়।

বৃহস্পতিবার বিকেলে একটি জনস্বার্থ মামলায় রায় দিয়ে গুয়াহাটি হাইকোর্ট অসম সরকারকে নির্দেশ দেয় ইন্টারনেট পরিষেবা বৃহস্পতিবার বিকেল থেকেই স্বাভাবিক করার জন্য। রাতে মুখ্যমন্ত্রী প্রশাসনের কর্তাদের সাথে বৈঠক করার পর আজ সকাল ৯টা থেকে স্বাভাবিক হয় ইন্টারনেট পরিষেবা।