নিউজরাজ্য

‘দিদিকে বলো’র পর ‘এসপিকে বলো’ উদগ্যে পুরুলিয়া পুলিশের

Advertisement

পুরুলিয়া : মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষের সমস্ত অভিযোগ, অসুবিধা নিজে শোনার জন্য চালু করেছিলেন ‘দিদিকে বলো’ কর্মসূচি। এতে সাধারণ মানুষের পক্ষে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতে অনেক সুবিধা হয়েছিল। এবার ঠিক একই ধাঁচে পুরুলিয়ার পুলিশ সুপার চালু করলেন ‘এসপিকে বলো’ কর্মসূচি।

পুরুলিয়ার অধিবাসীদের সমস্ত সমস্যার কথা সরাসরি পুলিশ সুপারকে জানানোর জন্য এই অভিনব উদ্যোগ নিয়েছেন পুরুলিয়ার এসপি এস. সেলভামুরগন। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এনাকে ফোন নয়, এনাকে করতে হবে হোয়াটস অ্যাপে মেসেজ। ৮৯৬৭১৭৭৬৬৬ এই নম্বরে হোয়াটস অ্যাপে মেসেজ করলেই সরাসরি তা এসপির কাছে চলে যাবে বলে জানানো হয়েছে।

নভেম্বরের ১৯ তারিখ থেকে ওই নম্বরটি চালু করা হলেও এখন ওই নম্বরটি পুরুলিয়ার সমস্ত থানায় ছড়ানো হচ্ছে। জানা যাচ্ছে এখনো পর্যন্ত ৩০ টি অভিযোগ জমা পড়েছে। এই বিষয়ে পুলিশ সুপার জানিয়েছেন যেকোনো ছোট বড় সমস্যা জেলার মানুষ তাকে সরাসরি যাতে জানাতে পারে তার জন্যই এই ব্যবস্থা করা হয়েছে। এতে করে জেলায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকবে বলেই বিশ্বাস তার।

Related Articles

Back to top button