Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Viral: কাঁচা বাদামের পর বাজারে আসল পেয়ারা বিক্রেতার গান, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

Updated :  Saturday, February 26, 2022 1:39 PM

সোশ্যাল মিডিয়া হলো এমন একটি জায়গা যেখানে মুহূর্তের মধ্যেই যে কোন মানুষ ভাইরাল হয়ে যেতে পারেন। বিগত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে একটি বাংলা গান কাচা বাদাম অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। এই গানের গায়ক ভুবন বাদ্যকর দেখতে দেখতে অনেকটাই জনপ্রিয় হয়ে উঠেছেন।এই গানের সঙ্গে অনেকেই রিল ভিডিও তৈরি করেছেন এবং গানটি রীতিমতো ভাইরাল এই মুহূর্তে।

তবে এই বাংলা গানের মতোই এবার একই সাথে ভাইরাল হতে শুরু করেছে একটি হিন্দি গান। সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে ব্যাপক জনপ্রিয় হয়ে গিয়েছে একটি পেয়ারা বিক্রেতার গান। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এই গানটি খুবই দ্রুত গতিতে ভাইরাল হতে শুরু করেছে। এই গানে আমরা দেখতে পাচ্ছি, গান গেয়ে গেয়ে একজন পেয়ারা বিক্রেতা পেয়ারা বিক্রি করছেন। তিনি যেভাবে গান করছেন সেটা দেখে বোঝা যাচ্ছে এই গানটি খুব দ্রুত ভাইরাল হয়ে যাবে।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, একজন বৃদ্ধ পেয়ারা বিক্রেতা পেয়ারা বিক্রি করতে করতে তার তালে তালে গান গাইছে। সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে অনেকেই এই ভিডিওটি পছন্দ করেছেন এবং অনেকেই এই ভিডিও শেয়ার করেছেন। অনেকে আবার ভুবন বাদ্যকরের সঙ্গে এই বৃদ্ধর তুলনা করছেন। যদিও, এই ভিডিও কোথাকার এবং এই ভিডিওতে যিনি গান গাইছেন তিনি কে এই ব্যাপারে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। তবে, এই বৃদ্ধ পেয়ারা বিক্রেতার গান সকলের অত্যন্ত পছন্দ হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন প্লাটফর্মে এই গানটি ভাইরাল হতে শুরু করেছে। ইউটিউব থেকে শুরু করে ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে এই মুহূর্তে জনপ্রিয় হয়েছে পেয়ারা বিক্রেতার গান। ইউটিউবে একজন কমেন্ট করতে করতে লিখলেন, এই সমস্ত জিনিস এবার ভাইরাল করে দেবেন না। অনেকেই এই ভিডিও নিয়ে রিল বানানোর পরিকল্পনা নিয়েছেন। চলুন দেখে নেওয়া যাক সেই ভিডিও।