Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর নাগরিকত্ব আইন বিরোধী ধর্ণায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী

Updated :  Saturday, January 11, 2020 5:46 PM

আজ কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিকেল ৪ টের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হবে রাজভবনে। কিন্তু এই বৈঠকের পরেই তিনি চলে যাবেন তৃণমূল ছাত্র পরিষদ অনুষ্ঠিত ধর্নাতে। সেখানে সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসি নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের ধর্ণায় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন : পাকিস্তান প্রতিদিন ১০-১৫ টি ড্রোন ভারতের সীমান্তে নজরদারির জন্য পাঠিয়েছে, জানালো ভারতীয় সেনাবাহিনী

এদিকে আজ বিকেলেই দুদিনের পশ্চিমবঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আজ তার টুইটার হ্যান্ডেলে টুইট করে জানিয়েছেন যে তিনি পশ্চিমবঙ্গে আসতে পেরে খুবই খুশি। সংশোধিত নাগরিকত্ব আইন পাশ হওয়ার পর থেকেই দেশ জুড়ে একের পর এক বিরোধী দলগুলি আন্দোলনে নেমেছে এই আইনের বিরুদ্ধে। পশ্চিমবঙ্গেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একের পর এক জেলায় মিছিল, বিক্ষোভ সমাবেশ প্রদর্শিত হয়েছে।

শুক্রবার থেকেই নাগরিকত্ব আইনের বিরুদ্ধে রাণি রাসমণি রোডে ধর্ণায় বসেছে তৃণমূল ছাত্র সংগঠন। আজ বিকেল পাঁচটার সময় রাজভবনে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পরেই মুখ্যমন্ত্রী সোজাসুজি সেখানে চলে যাবেন। যোগ দেবেন তৃণমূল ছাত্র পরিষদের ধর্ণায়। মোদী বিরোধিতায় আবারও সুর চড়াবেন ধর্ণা মঞ্চ থেকে।

আরও পড়ুন : ১০০০ টাকার ছাড় দিয়ে কিনতে পারেন এই দুর্দান্ত ফিচার স্মার্ট ফোন

এদিকে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্যের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন। রাজ্যের বকেয়া নিয়ে কথা বলতে পারেন বলে জানা গেছে নবান্ন সূত্রে।