Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

অষ্টমীতে বৃষ্টির ভ্রুকুটি! দুপুরের পর থেকে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে!

Updated :  Sunday, October 6, 2019 2:43 PM

এ বছরের পুজোতে অসুরের ভূমিকায় অবতীর্ণ হয়েছে বৃষ্টি। বাঙালির আনন্দ মাটি করতে পঞ্চমী থেকে চোখ রাঙানি চলছে বরুণ দেবের। ষষ্ঠী ও সপ্তমীর দিনও বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে বিভিন্ন জেলায়। আজ অষ্টমীতে আবার ভারী বর্ষণের আশঙ্কা করা হচ্ছে।

আলিপুর আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল পুজোর দিনগুলোতে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে কালো মেঘের ভ্রুকুটি সেই আশঙ্কাকেই সত্যি করতে চলেছে। বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিও হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর এক পূর্বাভাসে জানিয়েছে, আজ দুপুর থেকে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

অষ্টমীর দিনের এই দুর্যোগে মাথায় হাত উৎসব প্রিয় বাঙালির। পুজোর কেনাকাটা, সাজগোজ সব মাটি হওয়ার আশঙ্কায় পুজো পরিকল্পনায় আগাম পরিবর্তন করতে হচ্ছে তাঁদের। তবে বৃষ্টির আশঙ্কা যতই থাকুক না কেন, পুজোর আনন্দ উপভোগ করায় কোন খামতি রাখতে চায় না তারা। তাই প্রতি নিয়ত আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসের দিকে নজর রয়েছে বিভিন্ন পুজো উদ্যোক্তা থেকে আপামর বাঙালির।