Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

দীর্ঘদিন সচল না থাকায়, অকেজো হয়ে যাচ্ছে ব্যাটারি, চিন্তায় টোটো চালক

Updated :  Tuesday, April 14, 2020 9:19 AM

মলয় দে নদীয়া: সারাদিন টো-টো করে ঘুরে বেড়ানোর পরিবহন যান টি হল টোটো, ভালোবেসে টুকটুকি। যানজটের মূল কারণ টোটোর উপর অত্যন্তরাগ করা মানুষটি আজ তার দূরাবস্থার কারণ শুনলে আতঙ্কিত হবেন। ছয় সাত হাজার টাকার 12 ভোল্টের চারটি ব্যাটারি লাগে একটি টুকটুকিতে। 12 ঘন্টা ফুল চার্জ দিলে 50 থেকে 60 কিলোমিটার যেতে পারে নতুন অবস্থায়। নিয়মিত চার্জ প্রদান এবং বিদ্যুৎশক্তি খরচ এই হল ব্যাটারির জীবনীশক্তি। অনেকের ক্ষেত্রেই দিকশূন্য হয়ে বেকারের একমাত্র উপায়।

লকডাউনে ঘরে তুলে রাখা টোটো গাড়িটি পরবর্তীতে সবকিছু স্বাভাবিক হলেও বাতিল হবে চারটি ব্যাটারি যার বাজার দাম 25 থেকে 30 হাজার টাকা। রোজ গার্ডেন ছোট চালককে একসাথে চারটি ব্যাটারি একসাথে পাল্টাতে পারবেন না অনেকেই। যদিও বা অর্থ জোগাড় করেন বাজারে মিলবেনা ব্যাটারি। কারণ লক্ষ লক্ষ টোটোর চারটি করে ব্যাটারি মজুদ নেই ব্যাটারি নির্মাতা সংস্থাগুলোর কাছে। অন্যদিকে লকডাউন এর কারণে বন্ধ কারখানাগুলো। ফলেএ ধরনের নানা সমস্যায় জর্জরিত আমাদের ঘরের ছেলেদের আয়ের উপায়।