অরূপ মাহাত: বিশ্বে শক্তিধর এই দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। দুই প্রভাবশালী দেশ আমেরিকা ও রাশিয়ার মধ্যে সম্পর্ক বর্তমানে তলানিতে ঠেকেছে। রাশিয়ার সীমান্ত এলাকায় ন্যাটোর সক্রিয়তা বাড়ায় ক্ষুব্ধ রাশিয়া। এই অবস্থায় অত্যাধুনিক মিসাইল ছুঁড়ে আমেরিকাকেই বার্তা দিল রাশিয়ান আর্মি এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল। পরমাণু অস্ত্র পরিবহনের উপযুক্ত এই ক্রুজ ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা সফল হয়েছে বলে জানান রাশিয়া প্রশাসন। কৃষ্ণ সাগর থেকে গতকাল এই ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়।
২০০০ কিলোমিটার পাল্লার এই অত্যাধুনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার নৌবাহিনীর একটি জাহাজ থেকে ছোঁড়া হয়। আর তা সফল হওয়ার পরেই রুশ প্রতিরক্ষা দপ্তরের তরফে মিসাইল পরীক্ষার একটি ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে। এই মুহূর্তে কৃষ্ণ সাগরে বিশাল একটি সামরিক মহড়া চালাচ্ছে রাশিয়া। যেখানে রাশিয়ান এয়ারফোর্স, সেনাবাহিনী এবং নেভি অংশ নিয়েছে। আর সেই মহড়া চলাকালীনই অত্যাধুনিক এই মিসাইলের পরীক্ষা করল মস্কো। একটি কল্পিত শত্রু জাহাজকে লক্ষ্য করে ছোঁড়া হয়েছিল এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটি। এই পরীক্ষা আসলে আমেরিকার প্রতি রাশিয়ার শক্তি প্রদর্শন হিসেবেই দেখছে আন্তর্জাতিক মহল।