ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

অবসর গ্রহণের পর মাসিক যায় সুনিশ্চিত করতে বিনিয়োগ করুন কেন্দ্রীয় সরকারের এই স্কীমে

Advertisement

সকলেই চায় রিটায়ারমেন্ট এর পরে একটা নিয়মিত মাসিক আয়ের পথ যেন খোলা থাকে। তার জন্যে অনেকেই বিভিন্ন পেনশন স্কীমে টাকা জমায়। সরকারি বা বেসরকারি এমন অনেক পেনশন স্কীমই এখন বাজারে উপলব্ধ আছে।

এরকমই একটা পেনশন স্কীম হলো Pradhan Mantri Vaya Vandana Yojna (PMVVY), যেটিতে ২০২০ সালের ৩১ মার্চ পর্যন্ত অ্যাকাউন্ট খোলা যাবে। তিন লক্ষ টাকার বিনিয়োগে বার্ষিক ৮ শতাংশ সুদের হিসেবে আপনি রিটায়ারমেন্ট এর পরে মাসিক ২০০০ টাকা করে পাবেন। এই প্রকল্পে ইনভেস্ট করা টাকার পরিমাণ ১০ বছরের জন্য লক থাকবে।

এছাড়া The Senior Citizen’s Saving Scheme (SCSS) এ’ও আপনি টাকা জমাতে পারেন। এই স্কীমে ৮.৬ শতাংশ হারে বার্ষিক সুদ দেবে। এই স্কীমে ত্রৈমাসিকভাবে সুদ প্রদান করা হয়। এই প্রকল্পের মেয়াদ পাঁচ বছর। Post Office Monthly Income Scheme (POMIS) এটিও একটি ভালো স্কীম টাকা জমানোর জন্য। এই স্কিমটির মেয়াদ রয়েছে 5 বছর।

Related Articles

Back to top button