কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী দিল্লির পরিস্থিতি নিয়ে সরব হলেন। পিটিআই সূত্রের খবর অনুযায়ী সনিয়ার পাশাপাশি তিনিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র পদত্যাগের দাবী জানালেন। বুধবার সন্ধ্যেবেলা কংগ্রেসের শান্তি মিছিল চলার সময়ে তিনি এই মন্তব্য করেছেন।
তিনি বলেছেন, “রাজধানী শহরের শান্তি বজায় রাখার দায়িত্ব সরকারের ও স্বরাষ্ট্রমন্ত্রীর। কিন্তু তারা সেটা পারছে না।” সূত্রের খবর অনুযায়ী তিনি এটা ও বলেছেন যে তারা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে তার বাড়ি পর্যন্ত যেতে চেয়েছিলেন। কিন্তু পুলিশ তাদের আটকে দিয়েছে। এর সাথে তিনি কংগ্রেস দলের সদস্যদের যেসব বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের শান্তি ও সম্প্রীতি বজায় রাখার বার্তা দিতে বলেছেন।
আরও পড়ুন : শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে অনুরোধ, দিল্লির সহিংসতার বিষয়ে টুইট প্রধানমন্ত্রীর
দিল্লির এই ধ্বংসের কারণ হল সরকার তিনি এটাও উল্লেখ করেছেন। উল্লেখ্য এখনও পর্যন্ত ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দিল্লি রাজপথ থেকে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে।













A$AP Rocky Appears to Confirm Marriage to Rihanna, Calls Himself a ‘Loving Husband’