নিউজপলিটিক্সরাজ্য

মমতা-মোদী বৈঠকের পর রাজ্যের জন্য বিশাল সুখবর দিলেন মমতা! জানুন শীঘ্রই

Advertisement

দীর্ঘ দেড় বছর পর আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে নরেন্দ্র মোদী দ্বিতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সময আমন্ত্রিত ছিলেন মুখ্যমন্ত্রী। তবে তখন তিনি উপস্থিত থাকেননি। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ হয়েছিল বিশ্বভারতীর সমাবর্তনে। আজ বুধবার নরেন্দ্র মোদীর সাথে দেখা করলেন দিল্লিতে গিয়ে।

বিকাল ৫ টা ১০ মিনিট নাগাদ বৈঠক শেষ হয় মোদী-মমতার। বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর জন্য সুখবর দিয়েছেন। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রীর সাথে ভালো বৈঠক হয়েছে। বিশ্বের দ্বিতীয় কল ব্লক আসছে বাংলায়। দেউচা পাচামির কাজ শীঘ্রই শুরু হবে। কেন্দ্র দিয়ে দিয়েছে অনুমোদন। আমরা ৫০ কোটি টাকা জমা দিয়েছি গ্যারেন্টি মানি হিসেবে। বাংলার উন্নয়নের জন্য বৈঠক হয়েছে।’

Related Articles

Back to top button