Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ধর্ষনের পর আগুনে পুড়িয়ে খুন, নির্মম ঘটনা হায়দ্রাবাদে

Updated :  Friday, November 29, 2019 3:00 PM

হায়দ্রাবাদ : বর্তমান সময়ে ভারতীয় সমাজে ধর্ষন এক বিশাল বড়ো অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। আমাদের দেশে প্রতিদিন কোনো না কোনো এলাকায় ধর্ষন হতেই থাকে। গতকাল, বৃহস্পতিবার এক নির্মম ধর্ষনের সম্মুখীন হল হায়দ্রাবাদ।

গত বৃহস্পতিবার হায়দ্রাবাদের কাছে শাদনগর থানার চাতানপল্লী সেতুর কাছে এক মহিলার ঝলসানো মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মহিলাটির শরীরের অর্ধেক অংশ আগুনে ঝলসে গেছে। সাইবারবার থানার পুলিশ এই ঘটনার সন্দেহে দুজন ট্রাকচালককে গ্রেফতার করেছে।

জিজ্ঞাসাবাদের পর ট্রাকচালকদের কথাবার্তা ও শুনে পুলিশের অনুমান এরাই ধর্ষন ও খুনের সাথে জড়িত। এলাকায় সিসিটিভি ফুটেজ চেক করেছে পুলিশ। দুজন ট্রাকচালককে জেল হেফাজতে রাখা হয়েছে।

সুত্রে খবর, শামসাবাদ মফস্বল এলাকার তন্দুপল্লী টোল প্লাজার কাছে খুন করা হয় মহিলাটিকে। সেখান থেকে ২৫ কিমি দূরে চাতানপল্লী সেতুর কাছে তাকে পোড়ানো হয়।

স্থানীয় সূত্রে খবর, রাত নটা থেকে দশটার মধ্যে ওই তরুণীটি তার স্কুটারের চাকা বদলাতে এসেছিল। সেখানে দুই ট্রাকচালকের কাছ থেকে সাহায্য নেন তিনি। টায়ার দোকানদার দাবি করেন, রাত ১০টা নাগাদ মেয়েটি তার ফোন করছিল, তাকে দেখে আতঙ্কিত মনে হচ্ছিল। এছাড়াও ট্রাকচালকরা তাকে কনজরে দেখছিল।

পুলিশ সুত্রে জানা যায়, মেয়েটি নিজ বোনের কাছ থেকে সাহায্য চাইছিল, বলছিল দুজন ট্রাকচালকের মদ্যপানের কথা বলছিল বারবার, যখন মেয়েটি আবার তার বোনকে ফোন করে তখন আর ফোনটি কোনোরকম সুইচ হয়ে যায়। বেলা ১১ টায় তরুনীর নামে মিসিং ডাইরি করা হয়। ঘটনাস্থল থেকে মহিলাটির ছেঁড়া জামার কিছু অংশ মদের বোতল পাওয়া গেছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।