Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কলকাতায় আরও চারজনের শরীরে মিলল করোনার নয়া স্ট্রেন

কলকাতা: আবার কলকাতায় (Kolkata) করোনার (Coronavirus) নতুন স্ট্রেন আতঙ্ক। একইসঙ্গে চারজনের শরীরে মিলল নয়া কোভিড স্ট্রেন। যা ইতিমধ্যেই চিন্তায় ফেলেছে শহরবাসীকে। এই চারজনের মধ্যে ৩ জন পুরুষ (Male) ১জন মহিলা (Female)।…

Avatar

কলকাতা: আবার কলকাতায় (Kolkata) করোনার (Coronavirus) নতুন স্ট্রেন আতঙ্ক। একইসঙ্গে চারজনের শরীরে মিলল নয়া কোভিড স্ট্রেন। যা ইতিমধ্যেই চিন্তায় ফেলেছে শহরবাসীকে। এই চারজনের মধ্যে ৩ জন পুরুষ (Male) ১জন মহিলা (Female)। আর এর আগেই ৬ জনকে এই উপসর্গ নিয়ে বেলেঘাটা আইডিতে (Beleghata ID Hospital) ভর্তি করা হয়েছিল। এদের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল, এনআইবিএমজি-তে। আর সেখান থেকেই মোট ৪ জনের দেহে করোনার নয়া স্ট্রেন মেলার রিপোর্ট এসেছে।

তাদের সকলকেই বেলেঘাটা আইডিতে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, আক্রান্তদের মধ্যে একজনের অক্সিজেনের প্রয়োজন হচ্ছে। আর বাকি তিনজন সুস্থ রয়েছেন। তবে রাজ্যে এখনও পর্যন্ত করোনার নতুন স্ট্রেন আক্রান্তের বিষয়টি প্রকাশ্যে আনেনি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সারা দেশজুড়ে আবারও আতঙ্ক বাড়াচ্ছে করোনার নতুন স্ট্রেন। সংক্রমণ রুখতেই ইতিমধ্যেই ব্রিটেনগামী বিমানের পাশাপাশি আন্তর্জাতিক উড়ান আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। তারপরেও দেশে একটু একটু করে বাড়ছে করোনার নয়া স্ট্রেনের মাত্রা।

আমাদের রাজ্যও তা থেকে বাদ যায়নি। এখনও পর্যন্ত সরকারি ভাবে ৬ জনের শরীরে মিলেছে করোনার এই নতুন স্ট্রেন। আর তারই মাঝে আজ আবারও ৪ জনের শরীরে মিললো নয়া স্ট্রেন। এবিষয়ে রাজ্যের স্বাস্থ্যসচীব জানিয়েছেন, এমন কোনো রিপোর্ট এখনও পর্যন্ত আমাদের হাতে আসেনি।

About Author