Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ফের বাড়ল দেশে করোনা সংক্রমনের সংখ্যা, একদিনে মৃত হাজারেরও বেশি

Updated :  Thursday, September 3, 2020 11:29 AM

নয়াদিল্লি: একদিকে ‘আনলক ফোর’-এ যখন দেশজুড়ে মেট্রো থেকে স্কুল-কলেজ খোলার পরিকল্পনা চলছে, ঠিক তখনই ফের একবার করোনায় সর্বোচ্চ হারের সংক্রমনের মুখ দেখল ভারত। সব রেকর্ড ভেঙে দেশের সর্বোচ্চ করোনা সংক্রমনের সংখ্যা ৮৩ হাজার ৮৮৩ জন। একদিনে মৃত্যু হয়েছে ১০৪৩ জনের। একদিনের মধ্যে দেশে সর্বোচ্চ সংক্রমণ এটাই।

নতুন সংক্রমণের জেরে দেশে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৩৮ লক্ষ ৫৩ হাজার ৪০৭। এরমধ্যে অ্যাক্টিভ কেস রয়েছে ৮ লক্ষ ১৫ হাজার ৫৩৮টি। যদিও সুস্থ হয়ে উঠেছে মোট ২৯ লক্ষ ৩৯ হাজার মানুষ। দেশজুড়ে এখনo পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬৭ হাজার ৩৭৬ জনের।

‘আনলক ফোর’ শুরু হলেও এখনও মেট্রো চলাচল বা কনটেইনমেন্ট জোনের বাইরে স্কুল-কলেজ খোলার প্রক্রিয়া শুরু হয়নি। তার আগেই ২৪ ঘন্টায় সর্বোচ্চ সংক্রমণ দেশবাসীকে ভাবাচ্ছে। এরপর যখন মেট্রো পরিষেবা চালু হবে বা স্কুল খুলে যাবে, তখন কি তাহলে উত্তরোত্তর বৃদ্ধি পাবে করোনা সংক্রমনের সংখ্যা? বাড়বে কি মৃত্যুর হার? এই সকল প্রশ্ন ভাবাচ্ছে দেশের স্বাস্থ্যমন্ত্রককে।

যদিও সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে গত ২৪ ঘন্টায় যেভাবে সংক্রমণ বেড়েছে, তাতে মেট্রো পরিষেবা ও স্কুল খোলার পরিকল্পনা কতটা যুক্তিপূর্ণ, তা নিয়ে সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।