Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

উত্তরকন্যা অভিযানে বিজেপি কর্মীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য, আবারও ময়নাতদন্তের নির্দেশ দিল জলপাইগুড়ি আদালত

Updated :  Tuesday, December 8, 2020 11:21 PM

শিলিগুড়ির নিহত কর্মীর ফের ময়না তদন্তের নির্দেশ দিল জলপাইগুড়ির আদালত। ময়না তদন্ত করতে হবে ১০ ডিসেম্বরের মধ্যে। রিপোর্ট জমা দেওয়ার শেষ দিন ১১ই ডিসেম্বর।

সোমবার রাতে একবার ময়নাতদন্ত করা হয়েছে গেরুয়া শিবিরের নিহত কর্মী উলেন রায়ের। সেখানে পুনরায় ময়নাতদন্তের দাবি তোলা হয়েছে মৃতের পরিবারের পক্ষ থেকে। পরিবার পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, ময়না তদন্তের সময় তিনজন চিকিৎসকের উপস্থিত থাকার এবং তার ভিডিও করার। এইদিন সেই আবেদন মেনে নিলো জলপাইগুড়ি আদালত।

এইদিন জলপাইগুড়ি আদালত নির্দেশ দিয়েছে,১০ ডিসেম্বর অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যে করতে হবে ময়নাতদন্ত। তাতে উপস্থিত থাকবেন তিনজন চিকিৎসক। ভিডিও করতে হবে ময়নাতদন্তের। আদালতে এইদিন প্রশ্ন উঠেছে দ্রুত ময়না তদন্ত নিয়ে। ওই দিন এত দ্রুত কেন করা হয়েছে ময়নাতদন্ত। কেন বজায় রাখা হল গোপনীয়তা? সরকারি আইনজীবী হতে এই বিষয়ে দেওয়া হয়নি কোনও পরিষ্কার জবাব।

অন্যদিকে, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল হতে জানা গিয়েছে, বুধবার দুপুরের মধ্যেই আরও একবার করা হবে উলেন রায়ের ময়নাতদন্ত। তবে কোন ৩ জন চিকিৎসক এই ময়নাতদন্তের দায়িত্বে থাকবেন তা এখনও জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, সোমবার বিজেপির উত্তরবঙ্গ অভিযানের সময় নিহত হন বিজেপি কর্মী উলেন রায়। বিজেপি হতে অভিযোগ জানানো হয়েছে, উলেন রায়ের মৃত্যুর জন্য দায়ী পুলিশ। পুলিশের গুলিতেই মৃত্যু হয়েছে উলেনের। সোমবার রাজ্যপালের সাথে দেখা করে সঠিক তদন্তের দাবি জানিয়েছে পদ্ম শিবির। মঙ্গলবার তথা আজ টুইটের মাধ্যমে পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছেন যে, শটগানের গুলিতে মৃত্যু হয়েছে উলেন রায়ের। পুলিশ শটগান ব্যবহার করেনা। এমনটাই এইদিন বলেছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।