বন্ধুদের সঙ্গে মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে বছর পনেরোর ওই কিশোরীকে অপহরণ করা হয়েছিল। রাস্তা থেকে তুলে নিয়ে গিয়েছিল তিন লম্পট। তারপর মেয়েটিকে নিরিবিলি জায়গায় নিয়ে গিয়ে জোর করে ধর্ষণ করে ওই তিন যুবক। এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের ভিলওয়ারায়। বাধা দিতে গেলে, মারধরও জোটে। মুখ খুললে, মেরে ফেলার হুমকিও দেয়। ওই যুবকদের হাত থেকে কোনরকম নিষ্কৃতি পেয়ে ওই কিশোরী বড় রাস্তায় এসে দাঁড়ায়, লজ্জা ঢাকার মত একটুকরো কাপড়ও পরনে ছিলনা। সেই অবস্থাতেই দৌড়াতে শুরু করে সে। ভীত-সন্ত্রস্ত পনেরোর মেয়েটির সেসবে হুঁশও ছিল না। এই অবস্থা দেখে তাকে সাহায্য করে স্থানীয়রা। এই ঘটনার জেরে শিউরে উঠছে গোটা দেশ। পুলিশ প্রথম থেকে পুরো ঘটনার তদন্ত করছে।
ছি! ছি! আবার ধর্ষনের শিকার ১৫ বছরের নাবালিকা, শোরগোল গোটা দেশজুড়ে!

Updated : Thursday, September 12, 2019 2:20 PM













