Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘মেঘের পালকে’ গানের তালে দুর্দান্ত নাচ ঐন্দ্রিলার, প্রেমিকাকে ভালোবেসে মিষ্টি নামে ডাকলেন প্রেমিক সব্যসাচী

Updated :  Monday, May 9, 2022 8:43 AM

ঐন্দ্রিলা শর্মা এখন বেশিরভাগ মানুষের কাছে ইনস্পিরেশন। ক্যান্সার জয় করে ফিরে এসেছেন তিনি। তার সেরে ওঠার গল্পের প্রতিটি মোড়ের সাক্ষী সকল নেটজনতা। অভিনেত্রীর প্রেমিক, বন্ধু, জীবনসঙ্গী সব্যসাচী চৌধুরীর দৌলতেই সমস্ত গল্পটা আমাদের সকলেরই জানা। কিভাবে অভিনেত্রী প্রতিমুহূর্তে বেঁচে থাকার লড়াই করেছেন অভিনেতা নিজেই সোশ্যাল মিডিয়ার পাতায় লিখে জানিয়েছিলেন সকলকে। ক্যান্সার থেকে তার সেরে ওঠার গল্পও উঠে এসেছে অভিনেতার লেখাতেই। সব্যসাচীর সাথে ঐন্দ্রিলার সম্পর্কের কথা অজানা নয় কারোরই। তবে বর্তমানে অভিনেত্রী একেবারে সুস্থ। ধীরে ধীরে ফিরে আসছেন জীবনের মূল স্রোতে।

গত শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় নিজের একটি নাচের ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। যেখানে শ্রেয়া ঘোষালের কণ্ঠে জনপ্রিয় ‘মেঘের পালক চাঁদের নোলক ‘ এর তালে নৃত্য পরিবেশন করতে দেখা যাচ্ছে ঐন্দ্রিলাকে। নিজের ঘরের মধ্যেই এই নাচের ভিডিওটি বানিয়ে শুক্রবার মধ্যরাতে শেয়ার করেছিলেন ঐন্দ্রিলা। ক্যাপশনে লিখয়েছিলে, “আমার নিজের ছন্দে ফিরে আসা”। এই মুহূর্তে তার এই নাচের ভিডিওটি রীতিমতো ভাইরাল হয়েছে নেটনাগরিকদের মাঝে।

ভিডিওটি শেয়ার হতেই ভাইরাল হয়েছে। সকলেই প্রায় অভিনেত্রীর নাচ দেখে তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। সকল নেটজনতার পাশাপাশি প্রেমিক সব্যসাচীও তার নাচ দেখিয়ে রীতিমতো মুগ্ধ হয়েছেন। তিনি ঐন্দ্রিলার নাচের এই ভিডিও শেয়ার করে তাকে মিষ্টি ডাকে সম্মোধন করেছেন। শেয়ার করে ক্যাপশনে লিখয়েছেন, “ন্যাজ মোটা বেড়ালটার অফুরন্ত এনার্জি.. “। অভিনেতার এই মিষ্টি সম্মোধন সবসময়ের মতো নজর কেড়েছে সকলের। তাদের মাঝে যে নিঃস্বার্থ ভালোবাসা রয়েছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার স্বাদ নিতে পছন্দ করেন নেটিজেনরাও। সম্প্রতি অভিনেত্রীর এই নাচের ভিডিওর সূত্র ধরে আবারো চর্চায় এই তারকা জুটি।