নিউজ

লাগবে না এসি, কয়েক টুকরো বরফ আর একটু নুন দিলেই হবে আপনার ঘর ঠান্ডা, জানুন পুরো পদ্ধতি

একটি নতুন উপায় রয়েছে যার মাধ্যমে খুব সহজে আপনি ঘর ঠান্ডা করতে পারবেন

Advertisement

প্রবল গরমে একেবারে হাঁসফাঁস অবস্থা সকলের। বাড়িতে এসি কুলার থাকলেও খুব একটা তেমন সুবিধা হচ্ছে না। তবে একটা নতুন উপায় রয়েছে, যার মাধ্যমে খুব সহজেই ঘর ঠান্ডা হয়ে যাবে। অনেকের বাড়িতে কিন্তু কুলার থাকে। তবে কুলার যদি পুরনো হয়ে যায় তাহলে ঘর ঠান্ডা করতে একটু বেশি সময় নিয়ে থাকে। কিন্তু কিছু উপায় এমন আছে যার ফলে কুলার আরো ভালো কাজ করবে।

সাধারণত কুলারে জল ব্যবহার করা হয়। তবে এক্ষেত্রে আরো দুটো জিনিস লাগবে। আর এই দুটো জিনিস কিন্তু আপনি আপনার রান্না ঘরে পেয়ে যাবেন। এর মধ্যে প্রথমটি হলো নুন এবং দ্বিতীয়টি হল বরফ। প্রথমে একটি পাত্র নিতে হবে আপনাকে। সেই পাত্রে প্রয়োজন মতো বরফ আর নুন মিশিয়ে নিতে হবে। তারপরে সেটিকে কুলারের ট্যাংকে দিয়ে দিতে হবে।

এটাই কুলার থেকে ঠান্ডা হাওয়া বের হবে এবং নতুন কুলারের মতো কাজ করতে শুরু করবে আপনার পুরনো কুলার। তবে পুরনো কুলারের ক্ষেত্রে এমন পদ্ধতি প্রয়োগ করা যাবে। এই পদ্ধতি একমাত্র পুরনো কুলারের ক্ষেত্রে প্রযোজ্য। তবে কোন কিছু করার আগে আপনি কুলার কোম্পানির সঙ্গে একবার কথা বলে নিতে পারেন।

Related Articles

Back to top button