Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Viral: ফাঁকা বিমানে কাঁচা বাদাম গানে নেচে ঝড় তুললেন এক বিমানসেবিকা, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Updated :  Saturday, January 29, 2022 12:12 PM

বর্তমানে এক স্পাইসজেট বিমান সংস্থার এক এয়ার হোস্টেস ইন্টারনেটে ভাইরাল হতে শুরু করেছেন বিমানের মধ্যে করা নাচের মাধ্যমে। ওই এয়ার হোস্টেসের নাম উমা মীনাক্ষী এবং তিনি চেন্নাই স্পাইস জেটের কর্মী। একাধিক হিন্দি গানের সঙ্গে রিল ভিডিও তৈরি করে তিনি হয়েছিলেন ভাইরাল। এবারে তার আরো একটি ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়লো, যেখানে আমরা তাকে দেখলাম বাংলা গান কাচা বাদামের তালে তিনি নাচ করছেন বিমানের মধ্যে দাড়িয়েই।

স্পাইস জেটের একটি খালি বিমানের মধ্যে দাড়িয়ে ভুবন বাদ্যকরের গাওয়া কাচা বাদাম গানে নাচ করলেন উমা মীনাক্ষী। ইনস্টাগ্রামে yamtha.uma ইউজার নেম যুক্ত প্রোফাইলে এই রিল ভিডিও তিনি আপলোড করেছেন। ইতিমধ্যেই এই ভিডিওতে এসে গেছে ২৩,০০০ এর ওপরে ভিউ এবং ৫,৫০০ এর বেশি লাইক। জানা যাচ্ছে তারই একজন কেবিন মেম্বার এই ভিডিওটি তুলেছেন এবং এই ভিডিও শেয়ার করেছেন তার প্রোফাইলে। এই গানের সঙ্গে উমা যে হুক স্টেপ করেছেন, সেই স্টেপ বাংলার নেটিজেন তথা পুরো ভারতের বেশ পছন্দ হয়েছে।

বাংলার একজন বাদাম বিক্রেতা, ভুবন বাদ্যোকর কয়েকদীন আগে তার ক্রেতাদের আকৃষ্ট করার লক্ষ্যে একটি গানের আবিষ্কার করে ফেলেছিলেন, যার নাম তিনি দিয়েছিলেন কাঁচা বাদাম। প্রথম প্রথম শুধুমাত্র ফেসবুকে সীমিত থাকলেও ধীরে ধীরে এই গানের জনপ্রিয়তা ইউটিউবেও বাড়তে শুরু করে। আস্তে আস্তে অনেকেই এই গানের সঙ্গে নিজেদের মেলাতে থাকেন। তার পরেই এই গানের বেশ কিছু রিমিক্স তৈরি করেন অনেক বাঙালি এবং হিন্দির শিল্পীরা, যা বিভিন্ন সোশাল মিডিয়ায় সাড়া ফেলে দেয়।

ইতিমধ্যে এই কাঁচা বাদাম গানের একটি বিশেষ রিমিক্স ভিডিও ইউটিউবে ২১ মিলিয়ন ভিউয়ের গণ্ডি অতিক্রম করেছে। এই গানে একাধিক রিমিক্স এখন সকলের সোশাল মিডিয়া প্রোফাইলে একেবারে ছড়িয়ে ছিটিয়ে আছে। চলুন তারই ফাঁকে এই গানের সঙ্গে করা উমা মীনাক্ষীর ভিডিওটি দেখে নিই