ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Air india: ট্রেনের দামেই প্লেনের টিকিট করুন বুক, মিস করবেন না এয়ার ইন্ডিয়ার এই অফারটা

এই মুহূর্তে ভারতের সবথেকে বড় এয়ারলাইন্স সংস্থা এয়ার ইন্ডিয়া

Advertisement

টাটা গ্রুপের বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া এই মুহূর্তে একটি দারুণ অফার শুরু করেছে যে অফারে আপনি একটি ট্রেনের টিকিটের মূল্যে ফ্লাইটের টিকিট বুক করতে পারবেন। এয়ার ইন্ডিয়া এই মুহূর্তে এর মাধ্যমে দারুণ টিকিট বিক্রি করা শুরু করেছে। তবে আপনি মাত্র কয়েক দিনের জন্যই এই প্রকল্পের সুবিধা পাবেন। প্রকৃতপক্ষে কোম্পানিটি মানুষের মধ্যে তার অবস্থানকে আরো শক্তিশালী করার জন্য ক্রমাগত প্রচেষ্টা চালাচ্ছে এবং এই অফার তারই একটি অংশ। এই অফারটি সম্পর্কে আজ সম্পূর্ণভাবে জানিয়েছে এয়ার ইন্ডিয়া। কোম্পানিটি জানিয়েছে তারা একটি বিশেষ টিকিটের স্কিম শুরু করেছে যার মধ্যে আপনি বিমানের টিকিট কাটতে পারবেন মাত্র ১,৪৭০ টাকায়। ভারতীয় রেলেও আপনাকে একটি ভালো সিট বুক করতে হলে এর থেকে বেশি খরচ করতে হবে। এয়ার ইন্ডিয়া আন্তর্জাতিক রুটে এই মুহূর্তে সস্তায় টিকিট দিচ্ছে। তবে এই সেল মাত্র ৯৬ ঘন্টার জন্য।

এয়ার ইন্ডিয়া ডোমেস্টিক রুটের পাশাপাশি আন্তর্জাতিক ফ্লাইটের টিকিটের দাম সস্তা করতে চলেছে। এখন ওয়ান ওয়ে ইকোনমিক ক্লাসের টিকিটের দাম ১৪৭০ টাকা পড়ছে। অন্যদিকে বিজনেস ক্লাসের টিকিটের দাম ১০,১৩০ টাকা। সংস্থাটি এই মুহূর্তে আন্তর্জাতিক ফ্লাইটের টিকিটের উপরেও দারুণ অফার দিচ্ছে। আজ থেকে এই অফার শুরু হয়েছে এবং আগামী ২০ আগস্ট পর্যন্ত এই অফার চলবে। অনলাইন টিকিট বুক করলে আপনি অনেক টাকা লাভ পাবেন এবং সাথেই আপনাকে সার্ভিস চার্জও দিতে হবেনা। এই সেলের মাধ্যমে আপনি ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর এর মধ্যে টিকিট বুক করতে পারবেন।

Related Articles

Back to top button