লকডাউন উঠলেই চালু হতে পারে আন্তঃরাজ্য বিমান পরিষেবা। তবে এই পরিষেবা চালু হবার আগে প্রয়োজন বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা। তাই দেশের বিমানবন্দরগুলো আগে থেকেই প্রস্তুতি সেরে নিচ্ছে। এবার থেকে বিমানবন্দরে যেতে হলে হাতে বেশ কিছুক্ষণ সময় নিয়ে বেরোতে হবে, তারই সাথে মানতে হবে বিশেষ নিয়ম। যতদিন না পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ততদিন এই বিধিনিষেধ প্রযোজ্য থাকবে।
বিমানবন্দরে যেই নিয়মগুলি মানতে হবে, সেগুলি হল-
১) প্রত্যেক যাত্রীকে মাস্ক পড়তে হবে, মাস্ক না পড়ে কেউ বিমানবন্দরে প্রবেশ করতে পারবেন না।
২) প্রত্যেক যাত্রীর কাছে পর্যাপ্ত পরিমানে স্যানিটাইজার রাখতে হবে।
৩) বিমানবন্দরের প্রত্যেক সহযাত্রীর সাথে কমপক্ষে চার ফুট দূরত্ব বজায় রাখতে হবে।
৪) বোর্ডিং পাসের একটা প্রিন্টআউট সঙ্গে আনতে হবে।
দেশের অন্যতম বিমানবন্দর, নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে এখন থেকে নতুন নিয়ম মেনে চলতে হবে। লকডাউন চলার সময় বেশ কয়েকবার বিমানবন্দরকে স্যানিটেজ করা হয়েছে। এই বিমানবন্দরে প্রবেশের আগে যাত্রীদের যে নিয়মগুলি জানতে হবে, সেগুলি হল-
১) বিমানবন্দরে অতিরিক্ত ভিড় করা যাবে না।
২) যাত্রীদের বসার ক্ষেত্রে দূরত্ব বোঝানোর জন্য চেয়ারে লাল ফিতে দিয়ে বেঁধে দেওয়া হয়েছে।
৩) যাত্রীদের দেহ তল্লাশি নির্দিষ্ট দূরত্ব থেকে করা হবে।
৪) প্রত্যেক CISF কর্মীকে পিপিই পড়ে কাজ করতে হবে।
৫) যাত্রীদের দাঁড়ানোর ক্ষেত্রে মেঝেতে দাগ কেটে দেওয়া হয়েছে।
৬) প্রত্যেক যাত্রীকে আরোগ্য সেতু App মোবাইলে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।