Airtel ও Jio গ্রাহকদের জন্য নিয়ে এলো 2025 সালের নতুন অফার, রিচার্জ করার আগে জেনে নিন ভ্যালিডিটি ও দাম
আপনি যদি জিও এবং এয়ারটেলের কোন প্ল্যান গ্রহণ করেন তাহলে আপনি দারুন লাভবান হবেন এই ২০২৫ সালে
রিলায়েন্স জিও ও এয়ারটেল ভারতের সবথেকে বড় টেলিকম কোম্পানি হয়ে উঠেছে বর্তমানে। সম্প্রতি জিও এবং এয়ারটেল তাদের গ্রাহকদের আকৃষ্ট করতে ২০২৫ সালের নতুন রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে। সম্প্রতি দুটি কোম্পানি তার গ্রাহকদের জন্য নিউ ইয়ার ২০২৫ প্ল্যান নিয়ে হাজির হয়েছে। চলতি বছর জুলাই মাসে দুটি কোম্পানি তাদের গ্রাহকদের জন্য রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছিল। প্ল্যান এর দাম বৃদ্ধি করার পর, ভারতের বহু গ্রাহক বিএসএনএল সিম পোর্ট করিয়েছিলেন। কিন্তু তারপর নতুন বছরের আগে এবার জিও এবং এয়ারটেল তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে নতুন অফার। আসুন জেনে নেওয়া যাক রিলায়েন্স জিও এবং এয়ারটেল তাদের লেটেস্ট নিউ ইয়ার প্ল্যানে গ্রাহকদের কি কি অফার করছে।
Reliance Jio ২০২৫ অফার
জিও সম্প্রতি তার রিচার্জ এর তালিকায় ২০২৫ টাকার একটি প্ল্যান যোগ করেছে। এখানে আপনারা ২০০ দিনের ভ্যালিডিটি পেয়ে যাবেন এবং পেয়ে যাবেন আনলিমিটেড কলিং যে কোনো নেটওয়ার্কে। এছাড়াও আপনারা দীর্ঘ ভ্যালিডিটি পেয়ে যাবেন। সবমিলিয়ে আপনারা যত খুশি কল করতে পারবেন যেকোনো নেটওয়ার্কে। এছাড়াও আপনি প্রতিদিন পেয়ে যাবেন ২.৫ জিবি করে হাই স্পিড ইন্টারনেট। যেহেতু এটা একটা ৫জি প্ল্যান, তাই আপনি যদি ৫ জি এলাকায় থাকেন তাহলে আপনি খুব সহজে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এছাড়াও আপনি প্রতিদিন ১০০ টি করে এসএমএস করতে পারবেন যেকোনো নেটওয়ার্কে।
Airtel ৩৯৮ টাকার অফার
এবার আসা যাক এয়ারটেলের কথায়। এয়ারটেল সম্প্রতি ভারতের গ্রাহকদের জন্য একটি ৩৯৮ টাকার রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে। এখানে গ্রাহকরা আনলিমিটেড ৫জি ইন্টারনেট পেয়ে যাচ্ছেন। এটি একটি মাসিক রিচার্জ প্ল্যান যেটা ২৮ দিনের জন্য ভ্যালিড থাকবে। গ্রাহকরা পুরো ২৮ দিন পর্যন্ত আনলিমিটেড কলিং পেয়ে যাবেন এবং প্রতিদিন ১০০ টি করে এসএমএস করতে পারবেন। শুধু তাই নয় কোম্পানি এখানে আপনাকে OTT সাবস্ক্রিপশন অফার করছে একই সাথে। এছাড়াও গ্রাহকরা পেয়ে যাবেন আনলিমিটেড ডিজনি প্লাস হটস্টার এর সাবস্ক্রিপশন।