Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Airtel 399 টাকার প্ল্যান থেকে এই বড় সুবিধা সরিয়ে দিয়েছে, রিচার্জ করার আগে জেনে নিন

Updated :  Saturday, July 29, 2023 11:12 AM

ভারতের সবথেকে বড় মোবাইল অপারেটর সংস্থার মধ্যে অন্যতম হলো ভারতী এয়ারটেল। রিলায়েন্স জিওর পরে সব থেকে বেশি গ্রাহক রয়েছে ভারতে এয়ারটেল এর কাছে। এয়ারটেল ভারতের সবথেকে বড় এয়ারলাইন্স নেটওয়ার্ক প্রোভাইডারও বটে। শুধু ভারতে নয় বাংলাদেশেও এয়ারটেলের ব্যবসা রয়েছে। তবে ভারতের এয়ারটেল সঙ্গে বাংলাদেশের এয়ারটেলের যে খুব সম্পর্ক রয়েছে তা কিন্তু নয়। তবে হ্যাঁ, দুটি কোম্পানি একটি প্রধান কোম্পানির সাথেই যুক্ত। এয়ারটেলের গ্রাহকরা দীর্ঘ সময় ধরে তাদের প্ল্যানের সাথে ডিজনি প্লাস হটস্টারের সাবস্ক্রিপশন পেয়ে থাকতেন। নির্দিষ্ট প্ল্যান গ্রহণ করলেই তার সাথে ডিজনি প্লাস হটস্টারের সাবস্ক্রিপশন প্রোভাইড করত airtel। তবে এবারে সেই নিয়মে পরিবর্তন আসতে চলেছে। সম্প্রতি প্রাপ্ত খবর অনুসারে, এবার এয়ারটেল তাদের বেশ কিছু প্ল্যান থেকে ডিজনি প্লাস হটস্টারের সাবস্ক্রিপশন সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। চলুন দেখা নেওয়া যাক কোন কোন প্ল্যান থেকে সরতে চলেছে ডিজনী প্লাস হটস্টার সাবস্ক্রিপশন।

এয়ারটেলের ৩৯৯ টাকার প্ল্যান

Disney + Hotstar আর Bharti Airtel-এর ৩৯৯ টাকার প্ল্যানে পাওয়া যাবে না। তবে, এই প্ল্যানটি এখনও ৩ জিবি দৈনিক ডেটা, সীমাহীন ভয়েস কলিং, প্রতিদিন ১০০ SMS এবং ২৮ দিনের বৈধতা অফার করে। এই প্ল্যানের সাথে, ব্যবহারকারীদের এয়ারটেল দ্বারা আনলিমিটেড 5G ডেটা দেওয়া হচ্ছে। এটিতে এক্সস্ট্রিম প্লে, অ্যাপোলো 24|7 সার্কেল, ফ্রি হ্যালোটিউনস এবং উইঙ্ক মিউজিকের অ্যাক্সেস রয়েছে।

কোন কোন প্ল্যানে পাবেন Disney + Hotstar সাবস্ক্রিপশন?

এয়ারটেলের ৪৯৯ টাকার Disney + Hotstar প্রিপেড প্ল্যান

৪৯৯ টাকার প্ল্যানটি ২৮ দিনের বৈধতার সাথে আসে। এটি প্রতিদিন ১০০টি SMS, সীমাহীন ভয়েস কলিং, Airtel Xstream Play, ৩ জিবি দৈনিক ডেটা এবং Disney + Hotstar মোবাইল সাবস্ক্রিপশন ৩ মাসের জন্য পাওয়া যায়। এছাড়াও আপনি সীমাহীন 5G ডেটা অফার, বিনামূল্যে Hellotunes এবং Wynk Music পাবেন।

এয়ারটেলের ৮৩৯ টাকার Disney + Hotstar প্রিপেইড প্ল্যান

Airtel-এর একটি ৮৩৯ টাকার প্ল্যান রয়েছে যা ২ জিবি দৈনিক ডেটা, সীমাহীন ভয়েস কলিং এবং ১০০টি করে SMS সহ আসে। এর বৈধতা ৮৪ দিন এবং এটি গ্রাহকদের সীমাহীন 5G ডেটা দেয়। ব্যবহারকারীরা ৩ মাসের জন্য Disney + Hotstar মোবাইলেও অ্যাক্সেস পান।