Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কী কাণ্ড ঘটল ঐশ্বর্যের সঙ্গে? হঠাৎই ক্যামেরার সামনে হাউমাউ করে কেঁদে ফেললেন অভিনেত্রী

Updated :  Tuesday, March 9, 2021 7:09 PM

মডেল-অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan) মানেই একরাশ বিতর্ক, ক্যামেরার ঝলকানি। সানসিটি-তে মিস ওয়ার্ল্ডের মুকুট মাথায় ওঠার পর থেকেই ঐশ্বর্য বিশ্বের শ্রেষ্ঠ সুন্দরী। অভিনয়ে জড়তা থাকলেও ঐশ্বর্যর সৌন্দর্যের ফ্যান সবাই। অভিষেক বচ্চন ( Abhishek Bachchan)-কে বিয়ে করার পর থেকেই ফি মাসে শোনা যায়, তাঁদের ডিভোর্স হয়ে যাবে। কিন্তু দশ বছরের বেশি সময় ধরে টিকে রয়েছে অভিষেক-ঐশ্বর্যর সম্পর্ক। এর মধ্যেই বিতর্ক উঠেছে হৃত্বিক রোশন (Hritwik Roshan) ও রণবীর কাপুর (Ranbir kapoor)-এর সঙ্গে দুটি ফিল্মে তাঁর অন্তরঙ্গ দৃশ্য নিয়েও। কিন্তু ঐশ্বর্য সব বিতর্ক সামলেছেন শক্ত হাতে।

কী কাণ্ড ঘটল ঐশ্বর্যের সঙ্গে? হঠাৎই ক্যামেরার সামনে হাউমাউ করে কেঁদে ফেললেন অভিনেত্রী

কিন্তু এহেন ঐশ্বর্যও কেঁদে ফেলেছিলেন ক্যামেরার সামনে। কয়েক বছর আগেই ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর বাবা কৃষ্ণরাজ রাই (Krishnaraj Rai)-এর। বাবার মৃত্যুর পর তাঁর জন্মবার্ষিকীতে ঐশ্বর্য আনুষ্ঠানিক ভাবে 100 জন শিশুর অপারেশনের দায়িত্ব নিয়েছেন। কিন্তু তিনি এই ঘোষণা করার সময় পাপারাৎজিদের ক্যামেরার শাটারের আওয়াজ ও আলোর ঝলকানিতে অনুষ্ঠানে উপস্থিত বাচ্চারা এবং ঐশ্বর্যর মেয়ে আরাধ্যা (Aradhya)-ও চমকে ওঠে। স্বাভাবিকভাবেই শিশুরা ভয় পেয়ে যায়। তারা জড়োসড়ো হয়ে যায়। কিন্তু পাপারাৎজির দল শিশুদের এই পরিস্থিতির কথা না ভেবে ছবি তুলতেই ব্যস্ত ছিলেন।

কী কাণ্ড ঘটল ঐশ্বর্যের সঙ্গে? হঠাৎই ক্যামেরার সামনে হাউমাউ করে কেঁদে ফেললেন অভিনেত্রী

এই সময় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ঐশ্বর্য পাপারাৎজিদের অনুরোধ করেন, ছবি না তুলতে। তিনি বলেন, শিশুরা ভয় পাচ্ছে। এই কথা বলার সময় আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেলেন ঐশ্বর্য। ক্যামেরার ঝলকানি সেদিন আসলে বন্দী করতে পেরেছিল একজন মা-কে। বিশ্বসুন্দরীর মুকুট, অযথা বিতর্ক, ফিল্মের রূপোলি পর্দা, নামের গ্ল‍্যামার সবকিছু ছাড়িয়ে পৃথিবী ঐশ্বর্যর মধ্যে দেখেছিল এক চিরন্তন মা-কে যাঁর ডানার আড়ালে সুরক্ষিত থাকে সন্তান।