কিছুদিন আগেই গেছে বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাই-এর জন্মদিন। ঐশ্বর্যর কেরিয়ারের শুরু থেকেই তিনি বিতর্কের শীর্ষে। কখনও সলমন খানের সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্ক। কখনও আবার ঐশ্বর্যর সঙ্গে তাঁর শাশুড়ি জয়া বচ্চনের সম্পর্ক ঘিরে বিতর্ক। তবে এবার বিতর্ক একটু অন্যরকম। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঐশ্বর্য ও অমিতাভ বচ্চনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে শ্বশুর অমিতাভ বচ্চনকে চুম্বন করছেন ঐশ্বর্য।
ঐশ্বর্যর এই ভিডিওটি নেটিজেনদের কাছে অত্যন্ত নিন্দনীয় হয়েছে। এমনকি অমিতাভ স্বয়ং ঐশ্বর্যর এই ব্যবহার ভালো চোখে দেখেননি। একটি অ্যাওয়ার্ড ফাংশনে অমিতাভ বচ্চনের অ্যাচিভমেন্ট সন্মন্ধে বলার সময় ঐশ্বর্য অমিতাভকে চুম্বন করেন এবং তাঁর থুতনি স্পর্শ করেন। অমিতাভ মিডিয়ার সামনেই ঐশ্বর্যকে বলেন, তাঁর নাতনী আরাধ্যার মত আচরণ না করতে। কিন্তু ঐশ্বর্য অমিতাভকে চুম্বন করে বলেন ‘ইউ আর দি বেস্ট’।
এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে বচ্চন পরিবারের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, ঐশ্বর্য সেই সময় অসুস্থ ছিলেন। এই কারণে ঐশ্বর্য বেসামাল হয়ে গিয়েছিলেন। প্রসঙ্গত, ঐশ্বর্যর আচরণ দেখে মনে হচ্ছিল, তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। তবে এই ভিডিওটি বেশ কয়েক বছর আগের একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের। কিন্তু ঐশ্বর্যর জন্মদিনে এই ভিডিওটি আরও একবার ভাইরাল হয়েছে।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside