বলিউড মানেই সমালোচনা। কখনও গোপন ভিডিও কিংবা ছবি প্রকাশ্যে আসার পর সমালোচিত হন সেলিব্রেটিরা আবার কখনও সমাজকল্যাণমূলক কাজের জন্য বিশেষভাবে আলোচিত হন অভিনেতা-অভিনেত্রীরা। বিশেষ করে এই তালিকায় বেশি এগিয়ে থাকেন বলিউডের সুপার হিট সেলিব্রেটিরা। যাদের সামান্যতম কর্মকান্ডও স্থান পায় সংবাদ শিরোনামে।
ঠিক তেমনভাবে এবার সংবাদ শিরোনামে উঠে এলো বচ্চন পরিবারের কালো অন্ধকার। এমনিতেই অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রাই বচ্চন বিগত বেশ কয়েক মাস ধরে একাধিক কর্মকাণ্ডের জন্য সংবাদ শিরোনামে রয়েছেন। এবার তাদের মেয়ের জন্য ফের সংবাদ শিরোনামে উঠে এসেছে এই তারকা জুটি।
আপনার নিশ্চয়ই জানেন, অভিষেক বচ্চনের একমাত্র কন্যা আরাধ্যা বচ্চন সব সময় তার মায়ের সাথে সময় কাটাতে পছন্দ করেন। বিভিন্ন অ্যাওয়ার্ড ফাংশন হোক কিংবা সেলিব্রেটিদের মিলন মেলা, সর্বত্রই ঐশ্বর্যের সাথে দেখা যায় আরাধ্যা বচ্চনকে। যা নিয়ে সব সময় ট্রোল করতে থাকেন নেটিজেনরা। অনেকেই মন্তব্য করেন, সব সময় মায়ের সাথে বিভিন্ন ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করলে পড়াশোনা করবে কখন? আবার অনেকেই বলেন, মেয়েকে নিজের হাতে ধ্বংস করছেন ঐশ্বর্য রায়।
তবে এবার সংবাদ শিরোনামে সম্পূর্ণ ভিন্ন কারণে উঠে এলো বলিউডের এই তারকা অভিনেত্রীর একমাত্র কন্যা। বিভিন্ন সময় আরাধ্যা বচ্চনকে ক্যামেরা বন্দী হতে দেখা গেলেও, কখনও সাহসী পোশাক পরতে দেখা যায়নি তাকে। তবে সম্প্রতি আরাধ্যা বচ্চনের কয়েকটি ফটো ভাইরাল হচ্ছে ইন্টারনেট পাড়ায়। যেখানেই তাকে টপ, শর্ট প্যান্টে বোল্ড অবস্থায় দেখা যাচ্ছে। যা দেখে রীতিমতো অবাক হয়েছেন নেটিজেনরা। পাশাপাশি আরাধ্যা বচ্চনের বোল্ড ড্রেসের কঠোর সমালোচনা করেছেন তারা।














Florence Pugh Speaks Out on Zach Braff’s “Unfair” Treatment Over Their 21-Year Age Difference