গল্পগুজব এবং আলাপ-আলোচনার আড্ডাতে সর্বদা জায়গা করে নেয় বলিউড। ভারতের জনগণের মধ্যে বলি তারকাদের প্রতি ক্রেজটা একটু অন্যরকম। তাই তো ৯০ এর দশকে শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে এই বলি ইন্ডাস্ট্রি। সোশ্যাল মিডিয়াতে চর্চার কেন্দ্রবিন্দুতে আসে তারকাদের ক্যারিয়ার থেকে শুরু করে ব্যক্তিগত জীবন সবকিছুই। এই বলি জগতের অত্যন্ত জনপ্রিয় এক অভিনেত্রী হলেন ঐশ্বর্য রায় বচ্চন। অমিতাভ বচ্চনের পুত্রবধূ এবং নিজেও একাধিক হিট হিন্দি সিনেমাতে কাজ করে ভারতীয় দর্শকদের মধ্যে নিজের পরিচিতি ধরে রেখেছেন অভিনেত্রী।
বলিউডের তাবড় তাবড় অভিনেত্রীদের তালিকায় রয়েছেন ঐশ্বর্য রায় বচ্চন। নিজেদের অভিনয় দক্ষতা হোক কি, তারকা পরিবারের গল্প হোক, বচ্চন পরিবার গোটা ভারতে জনপ্রিয়। তবে বর্তমানে খুব একটা বেশি সিনেমার জগতে দেখা যায় না ঐশ্বর্য রায় বচ্চনকে। তবে সম্প্রতি অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে ব্যাপক চর্চার সম্মুখীন হয়েছেন একটি মন্তব্যের জন্য। আসলে ঐশ্বর্য সকলের সামনে তাঁর স্বামী ও তাঁর বেডরুম সিক্রেট ফাঁস করেছেন।
সম্প্রতি তার স্ত্রী ঐশ্বর্য রাই বচ্চন তার ব্যাপারে কিছু সিক্রেট সকলের সামনে ফাঁস করে দিয়েছেন। ঐশ্বর্য রাই বচ্চন জানিয়েছেন, অভিষেক এবং ঐশ্বর্য রাই বচ্চনের রাত এখন খুব একটা ভালো কাটে না এবং রাত্রিবেলা বেডরুমে ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে অভিষেক এমন কিছু একটা করেন যার জন্য তিনি সারারাত ঘুমোতে পর্যন্ত পারেন না। আসলে ঐশ্বর্য্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চন যখন একসাথে রাত্রে ঘুমাতে যান, সেই সময়ে কোনো ছোটখাটো কারণে হঠাৎ করেই রেগে যান অভিষেক বচ্চন। আর সেই জন্য সারারাত জেগে অভিষেক বচ্চনকে মানাতে হয় ঐশ্বর্যকে। সেই সময়ে তার সারারাত ঘুম হয়না। প্রসঙ্গত উল্লেখ্য, অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রাই বচ্চন ২০০৭ সালে প্রেম করে বিয়ে করেছিলেন। দুজনকে সবসময় একসাথে খুশি দেখায়। এত বছর পরেও তাদের সম্পর্ক বেশ মজবুত রয়েছে। এমনকি বলা যেতে পারে বলিউডের পাওয়ার কাপেল হলো এই জুটি।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside