Ajay-Kajol: শত চেষ্টা করেও কাজলকে আটকাতে পারলেন না অজয়, অবশেষে এই কাজ করে ফেললেন অভিনেত্রী

অজয় দেবগন বলিউডের অন্যতম প্রথম সারির অভিনেতা। সেই ৯০ দশকের শুরু থেকে এখনো পর্যন্ত ইন্ডাস্ট্রিতে নিজের রাজত্ব কায়েম রেখেছেন তিনি। একাধিক হিট ছবি উপহার দিয়েছেন নিজের দর্শকদের। পর্দায় কাজ করেছেন…

Avatar

অজয় দেবগন বলিউডের অন্যতম প্রথম সারির অভিনেতা। সেই ৯০ দশকের শুরু থেকে এখনো পর্যন্ত ইন্ডাস্ট্রিতে নিজের রাজত্ব কায়েম রেখেছেন তিনি। একাধিক হিট ছবি উপহার দিয়েছেন নিজের দর্শকদের। পর্দায় কাজ করেছেন বহু নামিদামি তারকাদের সাথেও। অবশ্য সেকথা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। তবে বর্তমানে শুধুমাত্র একজন অভিনেতা হিসেবে নয়, ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় ফিল্ম প্রডিউসর, ডিরেক্টর ও এডিটর হিসেবেও নাম রয়েছে তার। তবে এই মুহূর্তে নিজের স্ত্রী কাজলের একটি সিদ্ধান্তকে কেন্দ্র করেই চর্চিত অভিনেতা।

৯০ দশকের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন কাজল। শুরুর সময় থেকেই একের পর এক ব্লকবাস্টার হিট ছবি উপহার দিয়ে গিয়েছেন নিজের দর্শকদের। তার প্রাণবন্ত অভিনয় বারবারই নজর টেনেছে দর্শকদের। বর্তমান সময়ে দাঁড়িয়েও ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা কায়েম রেখেছেন তিনি। বড়পর্দার পাশাপাশি ওয়েব প্ল্যাটফর্মেও ইতিমধ্যেই একাধিক কাজ করে ফেলেছেন অভিনেত্রী। বলাই বাহুল্য, কারণে অকারণে মিডিয়ার নজর সর্বদা টিকে থাকে তনুজা কন্যার উপর।

Ajay-Kajol: শত চেষ্টা করেও কাজলকে আটকাতে পারলেন না অজয়, অবশেষে এই কাজ করে ফেললেন অভিনেত্রী

৯০-দশকের অন্যতম জনপ্রিয় জুটি অজয় দেবগন ও কাজল। সেই শুরুর সময় থেকে অনস্ক্রিনের পাশাপাশি অফস্ক্রিনেও জুটি বেঁধেছেন তারা। তাদের একসাথে দেখতে পছন্দও করেন সাধারণমহল। তবে সম্প্রতি এই তারকা জুটি একেবারে ভিন্ন একটি কারণের সূত্র ধরেই চর্চিত হচ্ছেন মিডিয়ার পাতায়। এই মুহূর্তে জানা গিয়েছে, নিজের সোশ্যাল মিডিয়ার পাতা থেকে সমস্ত ছবি ডিলিট করে দিয়েছেন অভিনেত্রী। নেটদুনিয়া থেকে বিরতি চান তিনি। আপাতত, সোশ্যাল মিডিয়ায় আর দেখা মিলবে না কাজলের। তার এই সিদ্ধান্তে কোনরকম হস্তক্ষেপ করেননি অভিনেতাও। আর সেই প্রসঙ্গেই আপাতত সরগরম মিডিয়ামহল।