Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Nysa Devgan: কাজল কন্যা নাইসার চেহারাই পাল্টে গেছে, ছবি দেখে নিজের চোখকে বিশ্বাস করবেন না

Updated :  Monday, September 4, 2023 11:08 AM

অজয় দেবগন ও কাজল বলিউডের অন্যতম জনপ্রিয় দুই তারকা। অনস্ক্রিনের পাশাপাশি অফস্ক্রিনেও নিজেদের রসায়নের জন্য বেশ জনপ্রিয় তারা। শুরু থেকেই নিজেদের ছেলে-মেয়েকে লাইমলাইট থেকে দূরে রেখেছেন এই তারকা জুটি। পাপারাজিৎদের ক্যামেরা থেকে এখনো পর্যন্ত তাদের বেশ কিছুটা দূরেই রেখেছেন তারা। অজয় দেবগন ও কাজলকে এখন প্রায়ই মিডিয়াতে চর্চায় থাকতে দেখা যায় তাদের মেয়ে নাইসার জন্য।

অজয় দেবগন ও কাজলের দুই সন্তান। মেয়ের নাম নাইসা ও ছেলে যুগ। নাইসার থেকে যুগ বয়সে ছোট অনেকটাই। সে নিজের বাবা-মায়ের সাথে মুম্বাইতেই থাকে। তবে পড়াশোনার খাতিরে বিদেশে থাকেন নাইসা। সেখানেই নিজের পড়াশোনা শেষ করছেন তিনি। তবে মাঝে শোনা গিয়েছিল, খুব শীঘ্রই বলিউডে ডেবিউ ঘটতে চলেছে তার। তবে সেই প্রসঙ্গে মুখ খুললেন স্বয়ং কাজল।

পাপারাজিৎদের ক্যামেরা থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই সক্রিয় ১৯ বছর বয়সী নাইসা। বর্তমানে একাধিক বোল্ড ফটোশুটেও দেখা মেলে কাজল কন্যার। তবে সম্প্রতি নাইসার বেশ কিছু ট্র্যাডিশনাল লুক ভাইরাল হতে দেখা গিয়েছে। সেই ঝলকে অভিনেত্রী কন্যাকে নামি দামি ফ্যাশন ডিজাইনারের পোশাকে ও সাজেই সেজে উঠতে দেখা গিয়েছিল। তবে এক সাক্ষাৎকারে অভিনেত্রী স্পষ্ট জানিয়েছিলেন, তার মেয়ে নাইসার অভিনয় দুনিয়া নিয়ে সেরকম কোনো আগ্রহ নেই। সিঙ্গাপুরে পড়াশোনা শেষ করে এখন সে বড় বাবুর্চি হতে চায়। তবে শেষপর্যন্ত নাইসার ভবিষ্যত কি! তা একমাত্র সময়ই বলবে।