লন্ডনের বড় ব্যবসায়ীর ছেলের সঙ্গে রাত কাটাচ্ছেন অজয় ​​দেবগনের মেয়ে Nysa Dengan, দেখুন ছবি

অজয় দেবগন ও কাজল বলিউডের অন্যতম জনপ্রিয় দুই তারকা। অনস্ক্রিনের পাশাপাশি অফস্ক্রিনেও নিজেদের রসায়নের জন্য বেশ জনপ্রিয় তারা। শুরু থেকেই নিজেদের ছেলে-মেয়েকে লাইমলাইট থেকে দূরে রেখেছেন এই তারকা জুটি। পাপারাজিৎদের…

Avatar

অজয় দেবগন ও কাজল বলিউডের অন্যতম জনপ্রিয় দুই তারকা। অনস্ক্রিনের পাশাপাশি অফস্ক্রিনেও নিজেদের রসায়নের জন্য বেশ জনপ্রিয় তারা। শুরু থেকেই নিজেদের ছেলে-মেয়েকে লাইমলাইট থেকে দূরে রেখেছেন এই তারকা জুটি। পাপারাজিৎদের ক্যামেরা থেকে এখনো পর্যন্ত তাদের বেশ কিছুটা দূরেই রাখার চেষ্টা করেন তারা। অজয় দেবগন ও কাজলকে এখন প্রায়ই মিডিয়াতে চর্চায় থাকতে দেখা যায় তাদের মেয়ে নাইসার জন্য। এবারেও তার অন্যথা ঘটেনি।

অজয় দেবগন ও কাজলের দুই সন্তান। মেয়ের নাইসা ও ছেলে যুগ। নাইসার থেকে যুগ বয়সে ছোট অনেকটাই। সে নিজের বাবা-মায়ের সাথে মুম্বাইতেই থাকে। তবে পড়াশোনার খাতিরে বিদেশে থাকেন নাইসা। সেখানেই নিজের পড়াশোনা শেষ করছেন তিনি। তবে শোনা যাচ্ছে, খুব শীঘ্রই বলিউডে ডেবিউ ঘটতে চলেছে তার। তবে সেই প্রসঙ্গে এখনো পর্যন্ত কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি।

লন্ডনের বড় ব্যবসায়ীর ছেলের সঙ্গে রাত কাটাচ্ছেন অজয় ​​দেবগনের মেয়ে Nysa Dengan, দেখুন ছবি

পাপারাজিৎদের ক্যামেরা থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই অ্যাক্টিভ ১৯ বছর বয়সী নাইসা। বর্তমানে একাধিক বোল্ড ফটোশুটেও দেখা মেলে কাজল কন্যার। তবে সম্প্রতি মিডিয়া সূত্রে খবর মিলেছে, তিনি এক স্বনামধন্য ব্যবসায়ীর ছেলের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। তার সাথেই রাতদিন সময় কাটাচ্ছেন তিনি। সেই ঝলকও মিলছে সোশ্যাল মিডিয়ার পাতায়।

জানা গেছে, লন্ডনের এক বড় ব্যবসায়ীর ছেলে বেদান্ত মহাজনের সাথে প্রায়ই দেখা মিলছে অজয় ও কাজল কন্যার। খুব সম্ভবত লন্ডনে পড়াশোনা করাকালীনই তার সাথে পরিচয় নাইসার, বর্তমানে এমনটাই ধারণা হয়েছে একাংশের। তবে এই মুহূর্তে ভারতে রয়েছেন বেদান্ত। আর সেই সুযোগেই তার সাথে চুটিয়ে সময় কাটাচ্ছেন নাইসাও। পাশাপাশি এও জানা গিয়েছে, বেদান্ত ও নাইসা ছোট থেকেই একসাথে পড়াশোনা করে এসেছেন। স্কুল থেকেই একে অপরের সাথে পরিচয় তাদের। সেই কারণবশতই বেদান্ত মহাজন ভারতে আসার পর তার সাথে সময় কাটাচ্ছেন অজয় কন্যা।