Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

গোবিন্দা পরিবারের পুত্রবধূ হতে পারেন অজয় দেবগন কন্যা নাইসা, তুমুল চর্চা নেটদুনিয়ায়

Updated :  Monday, March 28, 2022 10:27 AM

বলিউড জগতে অজয় দেবগন এবং তাঁর স্ত্রী কাজল সর্বদাই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন। তবে নতুন করে পাপারাজ্জিদের দৌলতে ইন্টারনেট সেন্সেশন হয়ে উঠছেন অজয় দেবগন এবং কাজলের কন্যা নাইসা দেবগন। এমনিতেই বলিউডের স্টার কিডরা সর্বদাই লাইমলাইটে থাকেন। তেমনি বর্তমানে নাইসা বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। সোশ্যাল মিডিয়াতে তাঁর একাধিক ছবি ভাইরাল তালিকায় নাম লিখিয়েছে। এমনকি এখনও অব্দি বলিউডে কোনো কাজ করার আগেই নাইসার নামে একাধিক ফ্যানপেজ রয়েছে। মাঝেমাঝেই সৌন্দর্যের জন্য নাইসা খবরের শিরোনামে চলে আসেন।

আসলে সোশ্যাল মিডিয়াতে খুবই সক্রিয় থাকেন অজয় দেবগনের কন্যা। প্রায়ই পরিবার এবং বন্ধু-বান্ধবের সাথে সময় কাটানোর বিশেষ মুহূর্তের ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে থাকেন তিনি। নেটদুনিয়ায় বড় সংখ্যক ফলোয়ার রয়েছে তাঁর। তবে বর্তমানে এক বিতর্কের জেরে সোশ্যাল মিডিয়ার লাইমলাইটে এসেছেন নাইসা। আসলে কাজল কন্যা একটি ডিনার ডেটে গিয়েছিলেন। আর সেই ছবি প্রকাশ্যে আসতেই সেই নিয়ে তুমুল শোরগোল পড়ে গিয়েছে।

গোবিন্দা পরিবারের পুত্রবধূ হতে পারেন অজয় দেবগন কন্যা নাইসা, তুমুল চর্চা নেটদুনিয়ায়

কার সাথে বেরিয়েছিলেন নাইসা? যা নিয়ে এত বিতর্ক চলছে। আপনাকে জানিয়ে রাখি, এই খবরের জন্য এখন রীতিমতো খবরের শিরোনামে রয়েছেন অজয় দেবগন ও তাঁর কন্যা। আপনি শুনলে অবাক হবেন যে বর্তমানে গোবিন্দার ছেলের সাথে বেশ ‘বন্ধুত্ব’ বেড়েছে। গোবিন্দার ছেলে যশবর্ধন আহুজার সাথে একসাথে অনেক সময় কাটাচ্ছেন নাইসা দেবগন।

তাহলে এখন নেটিজেনদের মনে একটাই প্রশ্ন অজয় কন্যা কি পুত্রবধূ হতে চলেছে গোবিন্দা পরিবারে। আসলে নাইসা কিছুদিন আগে এক দুধ সাদা পোশাক পরে ডিনার ডেটে গিয়েছিলেন। আর ভাইরাল হওয়া ছবি যে একশো শতাংশ সত্যি, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। যাইহোক এবার নাইসা যশবর্ধনের সম্পর্ক কত দূর এগোয়, সেটাই দেখার।