Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

১৯ তম জন্মদিনে বন্ধুদের সাথে সীমা ছাড়িয়ে গেলেন অজয় কন্যা নাইসা, মুহূর্তে ভাইরাল ছবি

Updated :  Friday, April 22, 2022 9:24 AM

বলিউড জগতে অজয় দেবগন এবং তাঁর স্ত্রী কাজল সর্বদাই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন। তবে নতুন করে পাপারাজ্জিদের দৌলতে ইন্টারনেট সেন্সেশন হয়ে উঠছেন অজয় দেবগন এবং কাজলের কন্যা নাইসা দেবগন। এমনিতেই বলিউডের স্টার কিডরা সর্বদাই লাইমলাইটে থাকেন। তেমনি বর্তমানে নাইসা বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। সোশ্যাল মিডিয়াতে তাঁর একাধিক ছবি ভাইরাল তালিকায় নাম লিখিয়েছে। এমনকি এখনও অব্দি বলিউডে কোনো কাজ করার আগেই নাইসার নামে একাধিক ফ্যানপেজ রয়েছে। মাঝেমাঝেই সৌন্দর্যের জন্য নাইসা খবরের শিরোনামে চলে আসেন।

আসলে সোশ্যাল মিডিয়াতে খুবই সক্রিয় থাকেন অজয় দেবগনের কন্যা। প্রায়ই পরিবার এবং বন্ধু-বান্ধবের সাথে সময় কাটানোর বিশেষ মুহূর্তের ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে থাকেন তিনি। নেটদুনিয়ায় বড় সংখ্যক ফলোয়ার রয়েছে তাঁর। তবে বর্তমানে এক বিতর্কের জেরে সোশ্যাল মিডিয়ার লাইমলাইটে এসেছেন নাইসা। ঠিক কি হয়েছিল বিস্তারিত জানতে আজকের এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

কিছুদিন আগেই গিয়েছে নাইসার ১৯ তম জন্মদিন। আর সেই বিশেষ দিনে বন্ধুদের সাথে উদ্দাম জীবন কাটান তিনি। আসলে সম্প্রতি ইন্টারনেট দুনিয়াতে একটি ছবি ব্যাপক ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে নাইসা একটি কালো রঙের ক্রপ টপ ও ম্যাচিং প্যান্ট পরে অত্যন্ত লাস্যময়ী বেশে সেজেছেন। হট পোশাকের পাশাপাশি খোলা চুল এবং হালকা মেকআপ তাঁর সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। ছবিতে দেখা গেছে সে এক বন্ধুর সাথে হাতে পানীয়র গ্লাস নিয়ে বসে রয়েছে। ছবি দেখে এটা অনুমান করা খুবই সোজা যে নাইসা ঐদিন জন্মদিন উপলক্ষে কোনো এক ক্লাবে গিয়েছিলেন।

এই ছবি এখন ইন্টারনেট দুনিয়ার আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে। নেটিজেনরা রীতিমতো লাইক ও কমেন্ট এর বন্যা বইয়ে দিয়েছে এই ছবিতে। নাইসার সৌন্দর্যের ক্লিন বোল্ড হয়ে অনেকেই ছবিতে লাভ বা ফায়ার ইমোজি দিয়েছেন। তবে অনেকেই আবার এই ছবিতে তির্যক মন্তব্য করেছেন। কেউ একজন বলেছেন, “বলিউডে প্রবেশের আগেই এত উদ্দাম জীবনযাপন হলে পরে কি হবে!”, তো কেউ আবার বলেছেন, “এই বয়সেই এমন পোশাক এবং ক্লাবে যাওয়া মানায় না।”