Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

অজয় দেবগনের পরিবারে শোকের ছায়া, চলে গেলেন পরিবারের ঘনিষ্ঠ একজন

Updated :  Tuesday, October 6, 2020 6:41 PM

বলিউড অভিনেতা অজয় দেবগন এর খুড়তুতো ভাই অনিল দেবগন সোমবার ইহকাল ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৫১।

https://www.facebook.com/AjayDevgn/posts/3344810078889945

অনিল দেবগন রাজু চাচা, ব্ল্যাকমেল এবং হাল-ই-দিলের মতো চলচ্চিত্র পরিচালনার জন্য পরিচিত ছিলেন। অজয় দেবগন অভিনীত সন অফ সারদার (Son of Sardaar) মুভিতে অনিল দেবগন সৃজনশীল পরিচালক হিসেবে কাজ করেছিলেন। এছাড়াও তিনি সহকারী পরিচালক হিসেবে ফুল অর কাটে, জান, ইতিহাস এবং প্যার তোহ হোনা হি থা এর মতো ছবিতে তাঁর কেরিয়ার শুরু করেছিলেন।

রাজু চাচা মুভিতেও অজয় দেবগনের সঙ্গে অনিল দেবগন একত্রে কাজ করেছিলেন।

 

View this post on Instagram

 

A post shared by #AjayDevgn ? (@ajaydevgnfanclub) on