সময়ের সঙ্গে সঙ্গে বিনোদন জগৎ অনেক আধুনিক হয়ে উঠলেও আঞ্চলিক বিনোদনের জনপ্রিয়তা একই রকম রয়ে গিয়েছে। বিশেষ করে বর্তমানে আঞ্চলিক বিনোদন ইন্ডাস্ট্রি গুলি আবারও নতুন করে মাথা তুলে দাঁড়াতে শুরু করেছে। এর মধ্যে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির (Bhojpuri Film) কথা না বললেই নয়। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার দৌলতে ভোজপুরি ফিল্ম এবং গানের জনপ্রিয়তাতা বেড়েছে। নেট দুনিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ভোজপুরি কনটেন্টের চাহিদা এখন চোখে পড়ার মতো।
বর্তমানে বলিউড এবং দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে সঙ্গে ভোজপুরি ইন্ডাস্ট্রিরও বেশ রমরমা হয়েছে। যত দিন যাচ্ছে দর্শক সংখ্যা ততই বাড়ছে ভোজপুরি সিনেমা এবং গানের (Bhojpuri Film)। এমনকি পুরনো ভোজপুরি ছবির গানের ভিডিওগুলি আবারও নতুন করে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ফলত তা আরো বেশি সংখ্যক দর্শকদের মধ্যে ছড়িয়ে যাচ্ছে আর সেই সঙ্গে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির খ্যাতিও বেড়ে চলেছে পাল্লা দিয়ে। তবে শুধু গান আর সিনেমার কথা বললে হবে না। ভোজপুরি ইন্ডাস্ট্রির অভিনেতা অভিনেত্রীরাও খ্যাতির শীর্ষে উঠেছেন। তাঁদের সৌন্দর্য এবং বোল্ডনেস বলিউডের অভিনেত্রীদেরও পেছনে ফেলে দিচ্ছে।

এমনই একজন সুন্দরী ভোজপুরি অভিনেত্রী হলেন অক্ষরা সিং। কেরিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও বেশ চর্চায় থাকেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় থাকেন অক্ষরা। মাঝে মাঝেই অনুরাগীদের জন্য নানান ছবি, ভিডিও শেয়ার করতে থাকেন তিনি। এর মধ্যেই সম্প্রতি কিছু ছবি বেশ চর্চায় উঠে এসেছে। ছবিগুলি দেখে চমকে গিয়েছেন নেট নাগরিকরা।
ছবিতে কালো ব্যাকলেস টপে দেখা গিয়েছে অক্ষরাকে। শাওয়ারের নীচে দাঁড়িয়ে ভিজতে ভিজতেই লেন্স বন্দি হয়েছেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ছবিগুলি শেয়ার করেছেন অভিনেত্রী। তাঁর এই বোল্ড লুক দেখে বিষম খাওয়ার জোগাড় হয়েছে নেটিজেনদের। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে অক্ষরার ছবিগুলি। নেটিজেনরাও নানান মন্তব্য করে ভরিয়ে তুলেছেন কমেন্ট বক্স। সোশ্যাল মিডিয়া জুড়ে এখন চর্চায় রয়েছেন অক্ষরা সিং।
View this post on Instagram














Ty Murray Net Worth Hits $6 Million — The Rodeo King’s Success Story Explained