Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Akshara Singh: এক হাতে সিগারেট আর অন্য হাতে বন্দুক, অক্ষরা সিংয়ের নতুন ভিডিও ‘লাইকিন কে তেভার’ ভাইরাল

Updated :  Monday, June 17, 2024 8:12 PM

বলিউডের পাশাপাশি আজকালকার দিনে মাঝে মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে ভোজপুরি ছবির। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। বিশেষ করে ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা যায় বিভিন্ন ভোজপুরি সিনেমার গান বা ভিডিও। এই ভোজপুরি ইন্ডাস্ট্রিতে একাধিক অভিনেত্রী তাঁদের দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে রাতের ঘুম কেড়ে নেয় নেটিজেনদের।

অক্ষরা সিংয়ের নতুন গান ‘লাইকিন কে তেভার‘

সম্প্রতি ভোজপুরি অভিনেত্রী ও গায়িকা অক্ষরা সিং তার নতুন গান “লাইকিন কে তেভার” প্রকাশ করেছেন। এই গানটিতে, অক্ষরা একটি সাহসী স্টাইলে দেখা যাচ্ছে, এক হাতে বন্দুক এবং অন্য হাতে সিগার। গানটিতে মেয়ে শক্তির বার্তা দেওয়া হয়েছে। এই গানটি প্রকাশের পর দর্শকদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পাচ্ছে। অক্ষরা সিং বলেছেন, “গানটি প্রকাশের পর দর্শকদের কাছ থেকে যেভাবে ভালোবাসা পাচ্ছি, তাতে আমি খুব খুশি। যারা এখনও গানটি শোনেননি তাদের অনুরোধ করব অবশ্যই শুনুন এবং একটি রিল তৈরি করুন।”

ভাইরাল ভিডিওতে নেটিজেনদের প্রতিক্রিয়া

এই গানটিতে অক্ষরা তার সুরেলা কণ্ঠ এবং শক্তিশালী শৈলীতে গান গেয়েছেন। গানের কথা লিখেছেন যাদব রাজ এবং সঙ্গীত পরিচালনা করেছেন রোশন সিং। গানটির ভিডিওতে অক্ষরার সাথে দেখা যাচ্ছে খালিদ পাঠানকে। এর পরিচালক মহেশ বেঙ্কট। গানটি ইউটিউবে প্রকাশিত হওয়ার পর থেকে ভক্তদের কাছ থেকে প্রচুর মন্তব্য এসেছে। অনেকেই অক্ষরার এই নতুন লুক এবং গানের শৈলী পছন্দ করেছেন। এই ভিডিওতে প্রচুর মানুষ কমেন্ট করেছেন। কেউ বলেছেন, “রকস্টার অক্ষরা দির সবচেয়ে বিতর্কিত গান।” আবার কেউ বলেছেন, “অক্ষরাজী আপনাকে চন্দ্রমুখীর মতো লাগছে, চমৎকার গান”। এককথায় “লাইকিন কে তেভার” গানটি ভোজপুরি সঙ্গীতপ্রেমীদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠছে।