Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অক্ষয় কুমার

Updated :  Monday, April 5, 2021 11:09 AM

এবারে হাসপাতালে ভর্তি করা হল করোনা আক্রান্ত জনপ্রিয় বলিউড অভিনেতা অক্ষয় কুমারকে। পাশাপাশি এই বেশ কয়েক দিনে যারা অভিনেতার সংস্পর্শে এসে ছিলেন তারাও করোনা পজিটিভ হয়েছেন। এখনো পর্যন্ত ৪৫ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা যাচ্ছে। গতকাল অভিনেতা জানিয়েছেন, তিনি করোনা আক্রান্ত এবং একই সঙ্গে তার আশেপাশে যারা ছিলেন এতদিন তাদেরকে করোনা পরীক্ষা করার জন্য অনুরোধ করেছিলেন। এইবারে তিনি হাসপাতালে ভর্তি হলেন এবং পাশাপাশি আরও ৪৫ জনের করোনা রিপোর্ট পজিটিভ এল।

জানিয়ে রাখি, বর্তমানে মুম্বাইয়ে রামসেতু ছবির শুটিং করছেন অক্ষয় কুমার। এই ছবিতে অক্ষয় এর নায়িকা রয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ এবং নুসরাত ভারুচা। আপাতত রামসেতু ছবির শুটিং বন্ধ রয়েছে। অক্ষয় কুমার করণা আক্রান্ত হওয়ার পরে ৭৫ জনের করোনা পরীক্ষা করা হয়। ইতিমধ্যেই ৪৫ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। অন্যদিকে কেন্দ্রীয় সরকার জানাচ্ছে, ভারতে করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ চলে এসেছে। পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘন্টায় দেশজুড়ে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩ হাজার ৫৫৮ জন মানুষ এবং এই প্রথম আবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে এক লক্ষের গণ্ডি। ভারতে আক্রান্তের সংখ্যা এতদিন পর্যন্ত ৯৭ হাজারের কাছাকাছি ঘোরাঘুরি করছিল।

অন্যদিকে গত এক দিনে মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘন্টায় সর্বমোট ৪৭৮ জনের মৃত্যু হয়েছে করোনায়। তবে এই সংখ্যা তার আগের দিনে থেকে কম হলেও খুব একটা কিন্তু কম নয়। পাশাপাশি দৈনিক সুস্থতার সংখ্যাও কিন্তু কমেছে। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৫১৩ জন।

গত এক দিনে সুস্থ হয়েছেন ৯৩,২৪৯ জন। দৈনিক সুস্থতা সংখ্যা ছিল ৬০ হাজার ৪৮ জন। দেশে মৃত্যুর হার বর্তমানে ১ দশমিক ৩১ শতাংশ। দেশে সুস্থতার হার রয়েছে ৯২ দশমিক ৮০ শতাংশ। এখনো পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৬৫ হাজার ১০১ জনের।